'ওমিক্রন কম ক্ষতিকারক, তা ভেবে চুপচাপ বসে থাকা কোনও কাজের কথা নয়' - সৌম্যা স্বামীনাথন

সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন জানিয়েছে, আমেরিকায় যাঁরা নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন, তাঁদের মধ্যে ৭৩.২ শতাংশই ওমিক্রনে আক্রান্ত।
সৌম্যা স্বামীনাথন
সৌম্যা স্বামীনাথনছবি - সংগৃহীত

ওমিক্রন কম ক্ষতিকারক, তা এখনই বলা যাবে না। সতর্কবার্তা দিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-এর অন্যতম শীর্ষ বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন। ওমিক্রনের জেরে বিপুল সংখ্যার মানুষ সংক্রমিত হতে পারেন। স্বাস্থ্য ব্যবস্থার উপর চাপ বাড়ার আশঙ্কাও করছেন তিনি।

ডেল্টা ও ওমিক্রনের মধ্যে কে শক্তিশালী, তা নিয়ে সম্প্রতি লন্ডনের ইম্পিরিয়াল কলেজের বিশেষজ্ঞরা যে রিপোর্ট প্রকাশ করেছেন,তাতে উল্লেখ করা হয়েছে যে, ওমিক্রন ডেল্টার তুলনায় কম ক্ষতিকারক, তা বলার মতো ‘প্রমাণ’ মেলেনি। উল্লেখ্য, ব্রিটেনে গত শুক্রবার দৈনিক সংক্রমণ ৯৩ হাজার ছাড়িয়েছে, যা রেকর্ড। ওমিক্রনে আক্রান্ত ২৫ হাজার।

সৌম্যা বললেন, ‘ওমিক্রন কম ক্ষতিকারক, তা ভেবে চুপচাপ বসে থাকা কোনও কাজের কথা নয়। রোগীরা গুরুতর অসুস্থ হলে, আক্রান্তের সংখ্যা বাড়তে থাকলে স্বাস্থ্য পরিকাঠামোর উপর চাপ বাড়তে পারে।’

অন্যদিকে, আমেরিকায় সত্যিই 'ডমিনেন্ট স্ট্রেন'-এ পরিণত হল ওমিক্রন ভ্যারিয়েন্ট। সোমবারই একথা জানিয়েছেন মার্কিন স্বাস্থ্য কর্তৃপক্ষ। তবে প্রেসিডেন্ট জো বাইডেন আপাতত লকডাউনের পরিকল্পনাই নেই বলে জানিয়েছেন।

সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন জানিয়েছে, আমেরিকায় যাঁরা নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন, তাঁদের মধ্যে ৭৩.২ শতাংশই ওমিক্রনে আক্রান্ত। তিনদিন আগেই হোয়াইট হাউসেও ঢুকে পড়েছে করোনা। প্রসঙ্গত, গত ২৫ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় প্রথম ওমিক্রন ভ্যারিয়েন্টের খোঁজ পাওয়া যায়। হু'র ডিরেক্টর টেড্রোস আধানম গেব্রেয়াসিসের অনুরোধ, এখন উৎসব উদযাপন নয়। পরেও উদযাপন করা যাবে।

এদিকে, সোমবারই ইউরোপীয় ইউনিয়ন নোভোভ্যাক্সকে স্বীকৃতি দিয়েছে। পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে লন্ডনে সেন্ট্রাল ট্রাফালগার স্কোয়ারে নববর্ষের অনুষ্ঠানের পরিকল্পনা বাতিল করা হচ্ছে। প্যারিসেও যাবতীয় নববর্ষের অনুষ্ঠান বাতিল হয়েছে। জার্মানিতেও ব্যক্তিগত পার্টি ও নাইটক্লাবগুলিতে বিধিনিষেধ জারি করার পরিকল্পনা রয়েছে।

সৌম্যা স্বামীনাথন
Omicron: বুস্টার ডোজের পর ওমিক্রনের বিরুদ্ধে ভ্যাকসিনের কার্যকারিতা বেড়ে ৫৫-৮০ শতাংশ হবে - গবেষণা

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in