

গতকালের তুলনায় ৫ হাজার দৈনিক সংক্রমণ বাড়লো রাজ্যে। কলকাতার পাশাপাশি উত্তর ২৪ পরগণা এবং হাওড়ার পরিস্থিতি বেশ উদ্বেগজনক। একাধিক চিকিৎসক ও নার্স করোনা আক্রান্ত হওয়ায় পরিষেবায় তার প্রভাব পড়ছে।
বুধধবার রাজ্যের স্বাস্থ্য ভবন থেকে প্রকাশিত বুলেটিন অনুযায়ী, শেষ ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন আরো ১৪ হাজার ২২ জন। গতকাল সংক্রমিত হয়েছিলেন ৯ হাজার ৭৩ জন। এই নিয়ে রাজ্যে মোট আক্রান্ত ১৬ লক্ষ ৭৮ হাজার ৩২৩।
২৪ ঘন্টায় কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন ৬ হাজার ১৭০ জন। উত্তর ২৪ পরগণায় ২,৫৪০, হাওড়ায় ১,২৮০, হুগলিতে ৬৭০ এবং পশ্চিম বর্ধমানে ৫৫৬, দক্ষিণ ২৪ পরগণায় ৭৬৩ জন ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন। বাকি জেলাগুলোতেও সংক্রমণ ঊর্ধ্বমুখী।
এই মুহূর্তে রাজ্যে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩৩ হাজার ৪৩, যা মঙ্গলবারের থেকে ৭,৫৬৭ বেশি। বুলেটিন অনুযায়ী, শেষ ২৪ ঘন্টায় রাজ্যে ১৭ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। এই নিয়ে রাজ্যে করোনা ভাইরাসের কারণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৯ হাজার ৮২৭। শেষ ২৪ ঘণ্টায় কলকাতা এবং উত্তর ২৪ পরগণায় ৫ জন করে সংক্রমিতের মৃত্যু হয়েছে। শেষ ২৪ ঘণ্টায় মাত্র ৬০,৫১১টি নমুনা পরীক্ষা করা হয়েছে রাজ্যে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন