
কৌতুকশিল্পী কুণাল কামরার একটি মন্তব্যকে কেন্দ্র করে রবিবার রাতে ব্যাপক ভাঙচুর চলে মুম্বইয়ের হ্যাবিট্যাট স্টুডিওতে। শিবসেনা কর্মীদের এই আচরণে আপাতত স্টুডিও বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এই স্টুডিওতেই রেকর্ড করা হয়েছিল ভিডিওটি।
হ্যাবিট্যাট স্টুডিও তাদের অফিশিয়াল ইনস্টাগ্রামে এক বিবৃতির মাধ্যমে জানায়, "আমাদের স্টুডিওতে সাম্প্রতিক ভাঙচুরের ঘটনায় আমরা হতবাক, চিন্তিত এবং অত্যন্ত ভেঙে পড়েছি। শিল্পীদের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ ব্যক্তিগত। এতে আমাদের কোনও দায় নেই।"
ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, "আমরা কখনও কোনও শিল্পীর পরিবেশিত বিষয়বস্তুর সাথে জড়িত থাকি না। তবে বর্তমানে কিছু ঘটনা আমদের ভাবতে বাধ্য করছে। প্রতিবার আমাদের উপর আক্রমণ হচ্ছে, যেন আমরাই ওই শিল্পীর প্রতিনিধি। নিজেদের এবং নিজেদের সম্পত্তি রক্ষার স্বার্থে যতদিন না একটা নিরাপদ প্ল্যাটফর্ম খুঁজে পাচ্ছি ততদিন এই স্টুডিও বন্ধ থাকবে।"
পাশাপাশি স্টুডিও-র তরফ থেকে লেখা হয়, "আমরা সকল শিল্পী, দর্শক এবং স্টেকহোল্ডারদের কাছে আবেদন জানাই এই বিষয়ে তাঁদের মতামত প্রদান করার জন্য। আমরা শিল্পীদের অধিকারকেও সম্মান করি। হ্যাবিট্যাট সর্বদা সকল ধরণের শিল্পীদের জন্য যেকোনও ভাষায় তাঁদের কাজ ভাগ করে নেওয়ার জন্য একটি নিরপেক্ষ প্ল্যাটফর্ম। আমরা মতবিরোধ দূরে সরিয়ে রেখে গঠনমূলক আলোচনার আহ্বান জানাই। কোনও রকমের ঘৃণাকে সমর্থন করি না। সহিংসতা এবং ধ্বংস শিল্পের চেতনাকে দুর্বল করে।"
প্রসঙ্গত, 'নয়া ভারত' নামের এক অনুষ্ঠানে কৌতুকশিল্পী কুণাল কামরার মন্তব্যকে ঘিরে বিতর্কের সূত্রপাত। শিল্পীরই পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, একটি জনপ্রিয় হিন্দি গানের সুরে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে বর্ণনা করছেন তিনি। যদিও কোথাও শিন্ডের নাম করেননি তিনি। গানের এক পর্যায়ে তাঁকে 'গদ্দার' বলেও মজা করেন তিনি।
এই ভিডিও প্রকাশ্যে আসতেই স্টুডিও এবং যে হোটেলে স্টুডিওটি রয়েছে সেখানে ভাঙচুর চালায় শিবসেনার কর্মী-সমর্থকরা।
ইতিমধ্যেই কুণালের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করেছেন শিবসেনা বিধায়ক মুরজি পটেল। কৌতুক শিল্পীকে ক্ষমা চাইতে বলেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। তিনি বলেন, "এমন নিম্নস্তরের কৌতুকশিল্পীর রাজ্যের উপমুখ্যমন্ত্রীকে অসম্মান করা ঠিক নয়। এর মধ্যে কোনও হাস্যরস নেই। নেতাদের অপমান করা সহ্য করা হবে না। আইনি পদক্ষেপ করা হবে।" তবে কুণাল জানিয়েছেন, ক্ষমা তিনি চাইবেন না।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন