Priyanka Gandhi Vadra: সংসদের অধিবেশন চলুক তা চাইছে না মোদী সরকার - প্রিয়াঙ্কা গান্ধী বঢরা

People's Reporter: মুলতুবি প্রসঙ্গে কংগ্রেস জানিয়েছে, বিজেপি সম্পূর্ণ ভুয়ো ইস্যুর ভিত্তিতে সংসদের কাজকর্ম ব্যাহত করছে। আজ দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত ভার্মার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবার ছিল।
প্রিয়াঙ্কা গান্ধী বঢরা
প্রিয়াঙ্কা গান্ধী বঢরাফাইল ছবি সংগৃহীত
Published on
Summary

* সোমবারও দফায় দফায় মুলতুবি সংসদের দুই কক্ষের অধিবেশন।

* বিজেপি ইচ্ছাকৃত ভাবে সংসদের কাজকর্ম চলতে দিতে চাইছে না, অভিযোগ কংগ্রেসের।

* আজ দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত ভার্মার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবার ছিল। যা সংসদ মুলতুবি হবার কারণে করা যায়নি, অভিযোগ কংগ্রেসের।

সংসদের কাজ ঠিকমত চলুক তা চাইছে না কেন্দ্রের বিজেপি সরকার। সোমবার একথা জানিয়েছেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। এদিন তিনি বলেন, সরকার ঠিক করে নিয়েছে যে তারা বিভিন্ন অজুহাত তুলে সংসদ চলতে দেবে না। এরজন্য কখনও তারা অজুহাত তুলছে আবার কখনও নিজেরাই গণ্ডগোল করছে। উল্লেখ্য, সোমবারও বিভিন্ন কারণে দফায় দফায় সংসদের দুই কক্ষের অধিবেশন মুলতুবি হয়েছে।

এদিনের অধিবেশন মুলতুবি প্রসঙ্গে কংগ্রেস জানিয়েছে, বিজেপি সম্পূর্ণ ভুয়ো ইস্যুর ভিত্তিতে সংসদের কাজকর্ম ব্যাহত করছে। আজ দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত ভার্মার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবার ছিল। যা সংসদ মুলতুবি হবার কারণে করা যায়নি। 

কংগ্রেস সাংসদের বক্তব্য অনুসারে, সোমবার বিজেপি সাংসদরা কর্ণাটকের উপ মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারের সাম্প্রতিক মন্তব্য সম্পর্কে আপত্তি জানিয়ে সংসদে হট্টগোল করেন। তিনি কর্ণাটকে সরকারি চুক্তিতে মুসলিমদের জন্য ৪ শতাংশ কোটার দাবিতে সরব হয়েছেন। এক্ষেত্রে বিজেপির অভিযোগ, তিনি সংবিধানে বদল এনে এই সংরক্ষণ চাইছেন। যদিও শিবকুমার খুব স্পষ্টভাবেই জানিয়েছেন, তিনি কখনই ধর্মের ভিত্তিতে সংরক্ষণের জন্য সংবিধানে সংযোজনের কথা বলেননি।

এই ঘটনা প্রসঙ্গে এদিন সংসদ চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রিয়াঙ্কা গান্ধী বঢরা বলেন, ওরা চাইছেনা কোনোভাবেই সংসদের কাজকর্ম চলুক। বহুদিন ধরেই এটা চলছে। ওরা সংসদের কাজ বন্ধ করার জন্য সবসময় অজুহাত খুঁজছে।

এদিনই দু’বার মুলতুবি হয়ে যায় সংসদের নিম্নকক্ষ লোকসভার অধিবেশন। পাশাপাশি দুপুর ২টো পর্যন্ত মুলতুবি হয়ে গেছে উচ্চকক্ষ রাজ্যসভার অধিবেশন। এই মুহূর্তে লোকসভা এবং রাজ্যসভার অধিবেশন আবারও শুরু হয়েছে।

এদিনের অধিবেশন মুলতুবি প্রসঙ্গে কংগ্রেসের কমিউনিকেশন ইনচার্জ জয়রাম রমেশ বলেন, আজ বিজেপি সম্পূর্ণ ভুয়ো ইস্যু নিয়ে সংসদের কাজকর্ম বন্ধ করার উদ্যোগ নিয়েছে, যাতে বিচারপতি যশবন্ত ভার্মার সাম্প্রতিক ঘটনা সম্পর্কে আলোচনা না করা যায়।  

রাজ্যসভায় কংগ্রেসের দলনেতা মল্লিকার্জুন খাড়গে জানান, কংগ্রেস সবসময় সংবিধান রক্ষা করে এসেছে এবং সংবিধানকে রক্ষা করে চলে। যদিও এই বিষয়ে বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা জানিয়েছেন, প্রথমে ওরা তেলেঙ্গানায় মুসলিমদের সংরক্ষণের কথা বলেছিল। এখন ডি কে শিবকুমার বলছেন সংবিধান কংগ্রেস দেশকে দিয়েছে এবং ইচ্ছে করলে তারা এটা বদল করতে পারে।

প্রিয়াঙ্কা গান্ধী বঢরা
UP: প্রকাশ্যে যোগী সরকারকে দুর্নীতিগ্রস্ত বলে আক্রমণ! দলীয় বিধায়ককে শো-কজ নোটিশ বিজেপির
প্রিয়াঙ্কা গান্ধী বঢরা
Kunal Kamra: শিন্ডেকে 'গদ্দার' বলে কৌতুক! কুণাল কামরার বিরুদ্ধে বিক্ষোভ শিবসেনা সমর্থকদের, দায়ের FIR

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in