

কোনও ক্ষমা চাইবেন না তিনি। একনাথ শিন্ডেকে 'গদ্দার' বলার অভিযোগে সেনা সমর্থকদের বিক্ষোভের মুখে পড়েও নিজের মন্তব্যে অনড় কৌতুক শিল্পী কুণাল কামরা। তবে আদালত যদি তাঁকে ক্ষমা চাইতে বলে তাহলে সেই নির্দেশ তিনি মানবেন বলে দাবি করেছেন।
মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে 'অপমান' করার অভিযোগে কুণাল কামরার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। ‘এনডিটিভি’-র প্রতিবেদন অনুসারে, কুণাল পুলিশকে জানিয়েছেন, তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করবেন তিনি, তবে তাঁর ‘গদ্দার’ মন্তব্যের জন্য অনুতপ্ত নন তিনি। কুণাল জানিয়েছেন, 'আমি ক্ষমা চাইব না। তবে আদালত কোনও নির্দেশ দিলে তা মেনে চলব।' বর্তমানে মুম্বইতে নেই তিনি।
কুণালের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করেছেন শিবসেনা বিধায়ক মুরজি পটেল।
প্রাথমিকভাবে জানা যায়, 'নয়া ভারত' নামক একটি অনুষ্ঠানে বর্তমান ভারতের রাজনৈতিক অবস্থা নিয়ে বিদ্রুপের ছলে কিছু মন্তব্য করেছেন কুণাল। ভিডিওতে দেখা যাচ্ছে, শিন্ডের নাম না করে জনপ্রিয় একটি হিন্দি গানের নকল করে তাঁর অঙ্গভঙ্গি এবং শারীরিক গঠন বর্ণনা করছেন তিনি। এমনকি এক জায়গায় শিন্ডেকে 'গদ্দার' বলেও উল্লেখ করেন তিনি। আর সেই ভিডিও সামনে আসার পর থেকেই কুণালের বিরুদ্ধে সরব হন শিবসেনার সমর্থকেরা।
মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ সোমবার সকালে কুণালকে ক্ষমা চাইতে বলেন। তিনি জানান, "এমন নিম্নস্তরের কৌতুকশিল্পীর রাজ্যের উপমুখ্যমন্ত্রীকে অসম্মান করা ঠিক নয়। এর মধ্যে কোনও হাস্যরস নেই। নেতাদের অপমান করা সহ্য করা হবে না। আইনি পদক্ষেপ করা হবে।"
তবে কুণালের পাশে দাঁড়িয়েছেন উদ্ধব ঠাকরে, আদিত্য ঠাকরে, সঞ্জয় রাউতেরা। মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা উদ্ধবসেনার প্রধান উদ্ধব ঠাকরে বলেন, “আমি মনে করি না কুণাল কামরা কোনও ভুল করেছেন। বিশ্বাসঘাতককে তো বিশ্বাসঘাতকই বলবে।”
এই কৌতুক অনুষ্ঠানটি রেকর্ড হয়েছিল ‘হ্যাবিট্যাট’ স্টুডিয়োতে। এই স্টুডিয়ো এবং স্টুডিয়োটি যে হোটেলে অবস্থিত সেখানে রবিবার হামলা চালিয়েছে শিবসেনা সমর্থকরা।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন