
এবারে স্টার জলসার অনুষ্ঠানে নতুন ভূমিকায় সৌরভ গাঙ্গুলি। ১২৫ কোটি টাকায় সৌরভের সঙ্গে চুক্তি হয়েছে স্টারের। টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক বহুল প্রতীক্ষিত বিগ বস বাংলা এবং একটি সম্পূর্ণ নতুন ক্যুইজ শো উপস্থাপনা করবেন। দুটিই ২০২৬ সালের জুলাই থেকে প্রিমিয়ার হবে।
২০২৫ সালের জুলাইয়ের প্রথম দিকে এই ধারাবাহিকের কাজ শুরু হওয়ার কথা রয়েছে। মনে করা হচ্ছে 'দাদাগিরি'র মতোই ওই ক্যুইজ শো'টি হবে। আর বিগ বস বাংলার সাথে অনেকেই পরিচিত। জানা যাচ্ছে ৪ বছরের জন্য সৌরভের সাথে এই চুক্তি হয়েছে।
সৌরভ বলেন, "টেলিভিশন আমাকে সর্বদা মানুষের সাথে সংযোগ স্থাপনের একটি বিশেষ উপায় দিয়েছে। স্টার জলসার সাথে যুক্ত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। কারণ আমরা উদ্ভাবনী নন-ফিকশন প্রোগ্রামিংয়ের মাধ্যমে গল্প বলার এক নতুন অধ্যায় শুরু করছি। দুটি অনুষ্ঠানের সাথে যুক্ত হতে পেরে খুব ভালো লাগছে। আমি সবসময় ক্রিকেট মাঠের বাইরেও দর্শকদের সাথে সংযোগ স্থাপনের চেষ্টা করি। এটা একটা নতুন ইনিংস। আমি এর আগে যেভাবে, যতটা ভালোবাসা দিয়ে সঞ্চালনার কাজটা করেছি, সেই একই রকম ভালবাসা দিয়ে নতুন কাজটাও করব।"
সৌরভ গাঙ্গুলির 'দাদাগিরি' অনুষ্ঠানটি বাংলার মানুষের কাছে খুবই জনপ্রিয়। এবার হয়তো 'দাদাগিরি'র মতোই স্টার জলসার ক্যুইজ শোতেও দেখা যাবে সৌরভকে। ফলে বিনোদন জগতে আরও একটি নতুন ইনিংস শুরু হতে চলেছে তাঁর।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন