Sourav Ganguly: ১২৫ কোটির চুক্তি! 'বিগ বস বাংলা' ও ক্যুইজ শো-এর মুখ সৌরভ

People's Reporter: ২০২৫ সালের জুলাইয়ের প্রথম দিকে কাজ শুরু হওয়ার কথা রয়েছে। জানা যাচ্ছে ৪ বছরের জন্য সৌরভের সাথে এই চুক্তি হয়েছে।
সৌরভ গাঙ্গুলি
সৌরভ গাঙ্গুলিছবি - সংগৃহীত
Published on

এবারে স্টার জলসার অনুষ্ঠানে নতুন ভূমিকায় সৌরভ গাঙ্গুলি। ১২৫ কোটি টাকায় সৌরভের সঙ্গে চুক্তি হয়েছে স্টারের। টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক বহুল প্রতীক্ষিত বিগ বস বাংলা এবং একটি সম্পূর্ণ নতুন ক্যুইজ শো উপস্থাপনা করবেন। দুটিই ২০২৬ সালের জুলাই থেকে প্রিমিয়ার হবে।

২০২৫ সালের জুলাইয়ের প্রথম দিকে এই ধারাবাহিকের কাজ শুরু হওয়ার কথা রয়েছে। মনে করা হচ্ছে 'দাদাগিরি'র মতোই ওই ক্যুইজ শো'টি হবে। আর বিগ বস বাংলার সাথে অনেকেই পরিচিত। জানা যাচ্ছে ৪ বছরের জন্য সৌরভের সাথে এই চুক্তি হয়েছে।

সৌরভ বলেন, "টেলিভিশন আমাকে সর্বদা মানুষের সাথে সংযোগ স্থাপনের একটি বিশেষ উপায় দিয়েছে। স্টার জলসার সাথে যুক্ত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। কারণ আমরা উদ্ভাবনী নন-ফিকশন প্রোগ্রামিংয়ের মাধ্যমে গল্প বলার এক নতুন অধ্যায় শুরু করছি। দুটি অনুষ্ঠানের সাথে যুক্ত হতে পেরে খুব ভালো লাগছে। আমি সবসময় ক্রিকেট মাঠের বাইরেও দর্শকদের সাথে সংযোগ স্থাপনের চেষ্টা করি। এটা একটা নতুন ইনিংস। আমি এর আগে যেভাবে, যতটা ভালোবাসা দিয়ে সঞ্চালনার কাজটা করেছি, সেই একই রকম ভালবাসা দিয়ে নতুন কাজটাও করব।"

সৌরভ গাঙ্গুলির 'দাদাগিরি' অনুষ্ঠানটি বাংলার মানুষের কাছে খুবই জনপ্রিয়। এবার হয়তো 'দাদাগিরি'র মতোই স্টার জলসার ক্যুইজ শোতেও দেখা যাবে সৌরভকে। ফলে বিনোদন জগতে আরও একটি নতুন ইনিংস শুরু হতে চলেছে তাঁর।

সৌরভ গাঙ্গুলি
IPL 2025: সোমবার ইডেনে প্রতিপক্ষ গুজরাট, ডি'কক-র পরিবর্তে গুরবাজকে খেলানোর পরিকল্পনা নাইটদের!
সৌরভ গাঙ্গুলি
BCCI: প্রকাশ্যে বিসিসিআই-র কেন্দ্রীয় চুক্তি, যুক্ত হলেন ৯ ক্রিকেটার! কারা বাদ পড়লেন?

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in