
সোমবার ইডেনে গুজরাট টাইটন্স-এর বিরুদ্ধে নামবে কলকাতা নাইট রাইডার্স। এই মুহূর্তে পয়েন্ট তালিকায় গুজরাট টাইটান্স সবার শীর্ষে রয়েছে। এই ম্যাচে ডি'কককে বসিয়ে আফগানিস্তানের ব্যাটার রহমানুল্লাহ গুরবাজকে খেলাতে পারে কলকাতা। এমনটাই জানা যাচ্ছে।
৭ ম্যাচ খেলে ১০ পয়েন্ট ও ০.৯৮৪ নেট রান রেট গুজরাটের। কলকাতা নাইট রাইডার্সের রয়েছে ৭ ম্যাচে ৬ পয়েন্ট। কেকেআর আছ সপ্তম স্থানে, নেট রান রেট ০.৫৪৭।
কলকাতা নাইট রাইডার্স তাদের সাম্প্রতিক ম্যাচে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ১১২ রানের টার্গেট তাড়া করতে নেমে জিততে পারেনি। এছাড়া দলও ধারাবাহিক না। ফলে গুজরাট ম্যাচে পরিবর্তন হতে পারে দলে। উইকেট কিপার ওপেনার কুইন্টন ডি'ককের জায়গায় রহমানুল্লাহ গুরবাজকে নামাতে পারে দল।
আন্দ্রে রাসেলের ফর্ম খারাপ হলেও এখনই বাদ যাচ্ছেন না তিনি। পেস বোলিংয়ে আনরিখ নরকিয়া থাকছেন। ইডেনের পিচে জল দেওয়া হয়েছে। ফলে পিচ স্লো হবে বলে মনে করা হচ্ছে।
কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য দল - সুনীল নারিন, রহমানুল্লাহ গুরবাজ (উইকেটকিপার), অজিঙ্কা রাহানে (অধিনায়ক), ভেঙ্কটেশ আইয়ার, অঙ্গকৃষ রঘুবংশী, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল বা মঈন আলি, রমনদীপ সিং, হর্ষিত রানা, আনরিখ নরকিয়া, এবং বরুণ চক্রবর্তী। ইমপ্যাক্ট সাব- বৈভব অরোরা।
গুজরাট টাইটান্সের সম্ভাব্য দল - শুবমন গিল (অধিনায়ক), সাই সুদর্শন, জস বাটলার (উইকেটকিপার), শেরফান রাদারফোর্ড, শাহরুখ খান, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, আরশাদ খান, সাই কিশোর, মহম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণ। ইমপ্যাক্ট সাব - ওয়াশিংটন সুন্দর বা ইশান্ত শর্মা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন