IPL 2025: ইডেনে হর্ষ ভোগলে ও সাইমন ডুলের ধারাভাষ্যে আপত্তি সিএবি-র! চিঠি BCCI-কেও

People's Reporter: চলতি আইপিএল-এ ঘরের মাঠে হেরে পিচ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন কলকাতার অধিনায়ক অজিঙ্কা রাহানে। এমনকি পিচ কিউরেটরেরও সমালোচনা করেছিলেন।
হর্ষ ভোগলে ও সাইমন ডুল
হর্ষ ভোগলে ও সাইমন ডুলছবি - সংগৃহীত
Published on

ইডেনে কলকাতা ম্যাচে হর্ষ ভোগলে এবং সাইমন ডুলের ধারাভাষ্যের উপর নিষেদ্ধাজ্ঞা আরোপের জন্য বিসিসিআইকে অনুরোধ করল ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি)। ইডেনের পিচ কিউরেটরকে নিয়ে 'বিতর্কিত' মন্তব্য করার জেরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই খবর।

চলতি আইপিএল-এ ঘরের মাঠে হেরে পিচ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন কলকাতার অধিনায়ক অজিঙ্কা রাহানে। এমনকি পিচ কিউরেটরেরও সমালোচনা করেছিলেন। যা নিয়ে একাধিক বিতর্ক হয়েছে। এমনকি ইডেনের পরিবর্তে অন্য কোনো ভেন্যুকে হোম গ্রাউন্ড করার পরামর্শ দেন ধারাভাষ্যকার হর্ষ ভোগলে এবং সাইমন ডুল।

এবার হর্ষ ভোগলে এবং সাইমন ডুলের মন্তব্যের জেরে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি) ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে (বিসিসিআই) চিঠি দিয়ে অনুরোধ করেছে যাতে এই দুই জনপ্রিয় ধারাভাষ্যকারকে ইডেনের ম্যাচগুলিতে ধারাভাষ্য থেকে বিরত রাখা হয়।

রেভস্পোর্টজের রিপোর্ট অনুযায়ী, সিএবি চিঠিতে কঠোর ভাষায় উল্লেখ করেছে যে পিচ প্রস্তুতিতে কিউরেটরের সহায়তা না পাওয়ার প্রেক্ষিতে ডুল ও ভোগলে সম্প্রতি কেকেআরকে শহর ছেড়ে যাওয়ার পরামর্শ দেন।

ডুল বলেন, “হোম টিম কী চায়, সেটি যদি কিউরেটর বিবেচনায় না নেন, তাহলে সেই ফ্র্যাঞ্চাইজিকে নতুন হোম গ্রাউন্ড খুঁজে নেওয়া উচিত।” ভোগলেও এই মন্তব্যের সমর্থনে বলেন, “হোম টিম তাদের বোলারদের জন্য সুবিধাজনক ট্র্যাক আশা করতেই পারে।”

এই বিতর্কের কেন্দ্রে রয়েছেন ইডেন গার্ডেনের কিউরেটর সুজন মুখার্জি, যিনি কেকেআরের অনুরোধ সত্ত্বেও বেশি স্পিন-সহায়ক উইকেট না তৈরি করায় প্রশ্নের মুখে পড়েছেন। তবে সিএবি স্পষ্টভাবে জানিয়েছে, মুখার্জি কেবলমাত্র বিসিসিআই-এর গাইডলাইন অনুসরণ করছেন এবং কোনো ধরনের পক্ষপাতদুষ্ট কাজ করেননি।

বিসিসিআই এখনো এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে সোমবার ইডেনে কেকেআর বনাম গুজরাট টাইটান্স ম্যাচে ভোগলে ও ডুল কেউই ধারাভাষ্য দেবেন না বলে জানা গেছে।

উল্লেখ্য, চলতি আইপিএল মরশুমের ফাইনাল ম্যাচও ২৫ মে ইডেন গার্ডেনেই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এখন দেখার সিএবির এই অনুরোধ বিসিসিআই রাখে কিনা।

হর্ষ ভোগলে ও সাইমন ডুল
Kalinga Super Cup 25: প্রথম ম্যাচেই সুপার কাপ থেকে বিদায়! দলের পরাজয়ে হতাশ ইস্টবেঙ্গল কোচ
হর্ষ ভোগলে ও সাইমন ডুল
Lionel Messi: ২০২৬ ফুটবল বিশ্বকাপে খেলবেন মেসি? ইঙ্গিতপূর্ণ মন্তব্য আর্জেন্টাইন সুপারস্টারের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in