Kalinga Super Cup 25: প্রথম ম্যাচেই সুপার কাপ থেকে বিদায়! দলের পরাজয়ে হতাশ ইস্টবেঙ্গল কোচ

People's Reporter: রবিবার কলিঙ্গ স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচেই কেরালা ব্লাস্টার্স দলের কাছে ২-০ গোলে হারলো লাল হলুদ ব্রিগেড।
সুপার কাপ থেকে ছিটকে গেল ইস্টবেঙ্গল
সুপার কাপ থেকে ছিটকে গেল ইস্টবেঙ্গলছবি - ইস্টবেঙ্গল এফসির ফেসবুক পেজ
Published on

ফের ব্যর্থ ইস্টবেঙ্গল। আইএসএলের পরে সুপার কাপ থেকেও বিদায় নিল গতবারের চ্যাম্পিয়নরা। কলিঙ্গ স্টেডিয়ামে কেরালা ব্লাস্টার্সের কাছে ২-০ গোলে পরাজিত লাল-হলুদ ব্রিগেড। যা নিয়ে রীতিমতো ক্ষুব্ধ ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোন।

রবিবার কলিঙ্গ স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচেই কেরালা ব্লাস্টার্স দলের কাছে ২-০ গোলে হারলো লাল হলুদ ব্রিগেড। এদিন খেলার শুরু থেকেই ছন্দে পাওয়া যায়নি ইস্টবেঙ্গলকে। ম্যাচের ৩৯ মিনিটের মাথায় পেনাল্টি পায় কেরালা। শট নেওয়ার আগেই প্রভসুখন লাইন ছেড়ে বেরিয়ে এসে বল আটকে দেওয়ায় ফের স্পট কিক নেওয়ার সুযোগ পায় কেরালা। দ্বিতীয়বারের চেষ্টায় গোল পান জিমিনিজ (১-০)। আনোয়ার আলি বক্সের মধ্যে নোয়াকে ফাউল করায় এই পেনাল্টি পায় ব্লাস্টার্স।

প্রথমার্ধে ১-০ ব্যবধানে ম্যাচ শেষ হবার পর দ্বিতীয়ার্ধেও একই ছবি ধরা পড়লো। ৬৪ মিনিটের মাথায় গোল করে ব্যবধান বাড়িয়ে নেয় কেরালা। এবার গোল করেন নোয়া সাদাউই। গোলকিপার গিল লাফিয়ে উঠে হাত দিয়ে বল আটকানোর চেষ্টা করেও ব্যর্থ হন।

ম্যাচের আগে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখেছিলেন কোচ অস্কার ব্রুজোন। আর এবারে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর কোচ অস্কার বললেন, "খুব হতাশা জনক ফলাফল। প্রথমেই বলে দিতে চাই যা হয়েছে তার সম্পূর্ণ দায়িত্ব নিতে চাই। ওদের মানসিকতা দেখে সত্যি খারাপ লেগেছে। ওদের পারফরমেন্সও খুবই খারাপ ছিল। খেলার মানও খুবই হতাশাজনক। দেশি প্লেয়াররা ভালো খেললেও বিদেশিরা খেলতে পারেনি। এই ম্যাচে হারের দায় কোচ হিসেবে আমার ওপরেও পড়ে। পরের মরসুমে ম্যানেজমেন্ট কী করে দেখব"।

সুপার কাপ থেকে ছিটকে গেল ইস্টবেঙ্গল
Lionel Messi: ২০২৬ ফুটবল বিশ্বকাপে খেলবেন মেসি? ইঙ্গিতপূর্ণ মন্তব্য আর্জেন্টাইন সুপারস্টারের
সুপার কাপ থেকে ছিটকে গেল ইস্টবেঙ্গল
East Bengal: ভারত সেরা ইস্টবেঙ্গলের মহিলা ব্রিগেড! শেষ ম্যাচে গোকুলামের বিরুদ্ধে ৩-০ গোল জয়

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in