BCCI: প্রকাশ্যে বিসিসিআই-র কেন্দ্রীয় চুক্তি, যুক্ত হলেন ৯ ক্রিকেটার! কারা বাদ পড়লেন?

People's Reporter: বিসিসিআই-র চুক্তি তালিকা থেকে রোহিত শর্মা, বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজার অবনমনের আশঙ্কা থাকলেও তা হয়নি।
ভারতীয় ক্রিকেট দলের প্রতীকী ছবি
ভারতীয় ক্রিকেট দলের প্রতীকী ছবিছবি - সংগৃহীত
Published on

প্রকাশিত হল বিসিসিআই-র ২০২৪-২৫ কেন্দ্রীয় চুক্তির তালিকা। যেখানে A+ বিভাগে কোনও পরিবর্তন হয়নি। পাশাপাশি কেন্দ্রীয় চুক্তিতে জায়গা করে নিলেন শ্রেয়াস আইয়ার ও ইশান কিষাণ।

বিসিসিআই-র চুক্তি তালিকা থেকে রোহিত শর্মা, বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজার অবনমনের আশঙ্কা থাকলেও তা হয়নি। অনেকেই ভেবেছিলেন দুই তারকা প্লেয়ার টি-২০ ফরম্যাট থেকে অবসর নেওয়ায় এই A বিভাগে রাখা হতে পারে তাঁদের। কিন্তু তাঁদেরকে A+ বিভাগেই রাখা হয়েছে। পাশাপাশি এই বিভাগেই রয়েছেন জসপ্রীত বুমরাহও।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার কারণে A বিভাগ থেকে বাদ পড়লেন অশ্বিন। তাঁর পরিবর্তে জায়গা করে নিয়েছেন ঋষভ পন্থ। এছাড়া এই ক্যাটাগরিতে আছেন মহম্মদ শামি। মহম্মদ সিরাজ, কে এল রাহুল, শুবমন গিল এবং হার্দিক পাণ্ডিয়া।

গ্রুপ বি-তে ঋষভ পন্থের জায়গায় এলেন শ্রেয়াস আইয়ার। গতবছর ঘরোয়া ক্রিকেট না খেলার কারণে তাঁকে চুক্তি থেকে বাদ দেওয়া হয়েছিল। এছাড়া এই বিভাগে আছেন সূর্যকুমার যাদব, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল এবং যশস্বী জয়সওয়াল।

অন্যদিকে, গ্রুপ সি থেকে বাদ পড়লেন শার্দুল ঠাকুর, জীতেশ শর্মা, কে এস ভরত এবং আবেশ খান। পাশাপাশি নতুন ৮ জনকে এই গ্রুপে যুক্ত করা হয়েছে। তাঁরা হলেন, ইশান কিষাণ, বরুণ চক্রবর্তী, অভিষেক শর্মা, হর্ষিত রানা, ধ্রুব জুরেল, সরফরাজ খান, আকাশ দীপ, নীতিশ কুমার রেড্ডি।

উল্লেখ্য, বর্তমানে A+ ক্যাটাগরির রিটেইনারশিপ ফি ৭ কোটি টাকা, যেখানে A ক্যাটাগরির খেলোয়াড়রা পান ৫ কোটি, B গ্রেডের জন্য ৩ কোটি এবং C গ্রেডের ক্রিকেটাররা পান ১ কোটি টাকা।

ভারতীয় ক্রিকেট দলের প্রতীকী ছবি
IPL 2025: ইডেনে হর্ষ ভোগলে ও সাইমন ডুলের ধারাভাষ্যে আপত্তি সিএবি-র! চিঠি BCCI-কেও
ভারতীয় ক্রিকেট দলের প্রতীকী ছবি
Kalinga Super Cup 25: প্রথম ম্যাচেই সুপার কাপ থেকে বিদায়! দলের পরাজয়ে হতাশ ইস্টবেঙ্গল কোচ

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in