Akshay Kumar: দেশের নাম বিতর্কের মাঝেই নিজের ছবি থেকে 'ইন্ডিয়া' মুছে ট্রোলের শিকার অক্ষয় কুমার

People's Reporter: প্রথমে সিনেমার নাম ছিল 'মিশন রানিগঞ্জ: দ্য গ্রেট ইন্ডিয়ান রেসকিউ'। সেই নাম বদলে হলো 'মিশন রানিগঞ্জ: দ্য গ্রেট ভারত রেসকিউ'।
মিশন রানিগঞ্জের পোস্টার
মিশন রানিগঞ্জের পোস্টারছবি সংগৃহীত

আসন্ন সিনেমার নাম বদল করতেই ট্রোলের মুখে অভিনেতা অক্ষয় কুমার। প্রথমে সিনেমার নাম ছিল 'মিশন রানিগঞ্জ: দ্য গ্রেট ইন্ডিয়ান রেসকিউ'। সেই নাম বদলে হলো 'মিশন রানিগঞ্জ: দ্য গ্রেট ভারত রেসকিউ'।

দেশের নাম 'ইন্ডিয়া' নাকি 'ভারত' হবে তা নিয়ে চর্চা তুঙ্গে। রাজনীতি থেকে শুরু করে ক্রীড়াক্ষেত্র, বিনোদন জগত সমস্ত জায়গাতেই একটাই আলোচনা - দেশের নাম পরিবর্তন। অনেকেই ট্যুইটারে লিখছেন 'ভারত মাতা কি জয়'। এই আবহে নিজের সিনেমারই নাম বদলে ফেললেন অক্ষয় কুমার।

বুধবার ট্যুইটারে (বর্তমানে এক্স) ওই সিনেমার ৪৫ সেকেন্ডের একটি টিজার প্রকাশ করেছেন অক্ষয়। ক্যাপশনে লেখা, ১৯৮৯ সালে একজন অসম্ভবকে সম্ভব করেছিলেন। ৬ অক্টোবর সিনেমাহলে মুক্তি পাবে সিনেমাটি। ওই ট্যুইটের নিচেই অনেকে অক্ষয়ের আগের টুইটের স্ক্রিনশট দিয়ে জানতে চেয়েছেন কেন অক্ষয় তাঁর আগের ট্যুইটটি ডিলিট করেছেন?

ডিলিট করে দেওয়া ট্যুইটে অক্ষয় সিনেমার নামে 'ইন্ডিয়া' লিখেছিলেন। কিন্তু নতুন ট্যুইটে লেখা রয়েছে 'ভারত'। আবার একজন ট্যুইটারে অভিনেতার কাছে জানতে চেয়েছেন 'এবার কি অক্ষয় কুমার 'ভারত' নামের কোনো সিনেমা করবেন?'

দেশের নাম বিতর্কের সূত্রপাত হয় জি২০-র আমন্ত্রণপত্রকে ঘিরে। সেখানে লেখা ছিল 'প্রেসিডেন্ট অফ ভারত'। পরে অন্য এক জায়গায় লেখা ছিল 'প্রাইম মিনিস্টার অফ ভারত'। তারপর থেকেই দেশের নাম পরিবর্তনের জল্পনা তুলে কেন্দ্র সরকারকে একযোগে আক্রমণ করছে বিরোধীরা। যদিও এই নিয়ে সরকারের তরফ থেকে এখনও কিছু বলা হয়নি।

উল্লেখ্য, অক্ষয়ের 'মিশন রানিগঞ্জ' সিনেমাটি প্রয়াত ইঞ্জিনিয়ার যশবন্ত গিলের জীবন নিয়ে তৈরি হয়েছে। যিনি ১৯৮৯ সালে পশ্চিমবঙ্গের রানিগঞ্জ কয়লা খনিতে বন্যায় আটকে যাওয়া শ্রমিকদের উদ্ধারকার্যে নেতৃত্ব দিয়েছিলেন। এই ছবিতে অক্ষয় ছাড়া রয়েছেন পরিণীতি চোপড়া, কুমুদ মিশ্র, পবন মালহোত্রা, রবি কিষাণ, বরুণ বাদোলা, দিব্যেন্দু ভট্টাচার্য, রাজেশ শর্মা, বীরেন্দ্র সাক্সেনা এবং শিশির শর্মার মতো অভিনেতারা। তবে এই নাম পরিবর্তন নিয়ে কোনও ব্যাখ্যা দেননি অক্ষয় কুমার।

মিশন রানিগঞ্জের পোস্টার
দেশের নাম 'ইন্ডিয়া'র পরিবর্তে 'ভারত' হলে কি বেকারত্ব দূর হয়ে যাবে? - ভিডিও বার্তায় প্রশ্ন CPIM-র
মিশন রানিগঞ্জের পোস্টার
ডিসেম্বর থেকে শুরু সৌরভ গাঙ্গুলির বায়োপিকের কাজ! 'দাদা'র ভূমিকায় কাকে দেখা যাবে জানেন?

GOOGLE NEWS-এ আমাদের ফলো করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in