ডিসেম্বর থেকে শুরু সৌরভ গাঙ্গুলির বায়োপিকের কাজ! 'দাদা'র ভূমিকায় কাকে দেখা যাবে জানেন?

রণবীর কাপূর, হৃত্বিক রোশনের নাম শোনা গেলেও আয়ুষ্মান খুরানাকে বেছে নিয়েছেন দাদার বায়োপিক নির্মাতারা। চলতি বছরের শেষের দিকে বায়োপিকের কাজ শুরু হয়ে যাবে বলেই জানা যাচ্ছে।
সৌরভ গাঙ্গুলি
সৌরভ গাঙ্গুলিছবি- সৌরভ গাঙ্গুলির ফেসবুক পেজ

অবশেষে চূড়ান্ত হলো প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলির বায়োপিকের জন্য অভিনেতা। রণবীর কাপূর, হৃত্বিক রোশনের নাম শোনা গেলেও আয়ুষ্মান খুরানাকেই চূড়ান্ত করেছেন 'দাদা'র বায়োপিক নির্মাতারা। চলতি বছরের শেষের দিকেই বায়োপিকের কাজ শুরু হয়ে যাবে বলে জানা যাচ্ছে।

বেশ কিছু বছর ধরেই শোনা যাচ্ছিল সৌরভ গাঙ্গুলির বায়োপিক তৈরি হবে। কিন্তু কাকে দাদার ভূমিকায় নেওয়া হবে তা চূড়ান্ত ছিল না। সৌরভ গাঙ্গুলি অবশ্য জানিয়েছিলেন তাঁর ব্যক্তিগতভাবে রণবীর কাপূরকে পছন্দ। কিন্তু সূত্রের খবর, সৌরভ গাঙ্গুলি বাঁ-হাতি এবং আয়ুষ্মানও বাঁ-হাতি। ফলে অভিনয়ের সময় অনেক কিছু বিষয় সহজ হবে। যে সমস্যাটা ডান হাতি কোনো অভিনেতাকে কাস্ট করলে হতো।

ছবিটি পরিচালনা করছেন অভিনেতা রজনীকান্তের কন্যা ঐশ্বর্য রজনীকান্ত। চিত্রনাট্যের কাজ শেষ হলেও আয়ুষ্মানকে এখনও অনেক সময় দিতে হবে। কারণ সৌরভকে নকল করতে হবে তাঁকে। ঠিক যেমন ধোনির বায়োপিক করার সময় অভিনেতা সুশান্ত সিং রাজপুত করেছিলেন। অক্টোবর থেকেই শুরু হয়ে যাবে সেই প্রশিক্ষণ।

সৌরভ গাঙ্গুলিও নিজের বায়োপিক নিয়ে বেশ উচ্ছ্বসিত রয়েছেন। তাঁকেও একাধিকবার নির্মাতাদের সাথে আলোচনা করতে দেখা গেছে।

এর আগে একাধিক ভারতীয় ক্রিকেটারদের জীবনী নিয়ে সিনেমা হয়েছে। মহেন্দ্র সিং ধোনি, আজহারউদ্দিন এবং ৮৩-র বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেবকে নিয়েও বায়োপিক হয়েছে। সৌরভের বায়োপিক দর্শকদের কতটা মনজয় করতে পারে সেটাই এখন দেখার।

সৌরভ গাঙ্গুলি
Vivek Agnihotri: 'যেসকল তারকার সাথে কাজ করেছি তাঁরা শিক্ষিত নন' - দাবি দ্য কাশ্মীর ফাইলস'র পরিচালকের
সৌরভ গাঙ্গুলি
National Film Awards: সেরা বাংলা ছবি করোনা কালের ভয়াবহতা ও মধ্যবিত্তের দুর্দশার কাহিনী বলা ‘কালকক্ষ’

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in