National Film Awards: সেরা বাংলা ছবি করোনা কালের ভয়াবহতা ও মধ্যবিত্তের দুর্দশার কাহিনী বলা ‘কালকক্ষ’

জীবনের লড়াইয়ে বিধ্বস্ত মানুষের অসহায়তা, মারণ রোগের প্রভাব ও মানুষের জীবনে চিকিৎসকের ভূমিকা নিয়েই এই ছবির গল্প তৈরি করেছেন দুই নবাগত পরিচালক রাজদীপ পাল ও শর্মিষ্ঠা মাইতি।
ডানদিকে কালকক্ষ ছবির দৃশ্য
ডানদিকে কালকক্ষ ছবির দৃশ্য ছবি সংগৃহীত

বুধবার ঘোষণা করা হল ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজেতাদের নাম। সেখানে সেরা বাংলা ছবি হিসেবে এবার জাতীয় পুরস্কার জিতে নিয়েছে নবাগত পরিচালকদ্বয় রাজদীপ পাল ও শর্মিষ্ঠা মাইতির ছবি ‘কালকক্ষ’। ছবিটি ইতিমধ্যেই বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে। এবার নিজের দেশেই জাতীয় পুরস্কারে সম্মানিত হল ছবিটি। এবারে জাতীয় চলচ্চিত্র উৎসবে সেরা বাংলা ছবির দৌড়ে ‘কালকক্ষ’-এর সঙ্গে ছিল অরিন্দম শীল পরিচালিত ছবি ‘মহানন্দা’।

জীবনের লড়াইয়ে বিধ্বস্ত মানুষের অসহায়তা, মারণ রোগের প্রভাব ও মানুষের জীবনে চিকিৎসকের ভূমিকা নিয়েই এই ছবির গল্প তৈরি করেছেন দুই নবাগত পরিচালক। তাঁদের ছবিতে মূলত ফুটে উঠেছে করোনা কালের ভয়াবহতা ও সাধারণ মধ্যবিত্তের দুর্দশা। ছবিতে অভিনয় করেছেন - শ্রীলেখা মুখার্জি, অমিত সাহা, দীপ সরকার, জনার্দন ঘোষ প্রমুখ।

এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজেতাদের তালিকায় যেমন সেরা বাংলা ছবি হিসেবে জায়গা করে নিয়েছে ‘কালকক্ষ’, তেমনই ‘স্পেশ্যাল মেনশন’-এর পুরস্কার পেয়েছে বাংলা ছবি ‘ঝিল্লি’।

৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা ছবি হিসেবে জাতীয় পুরস্কার পেল আর মাধবন অভিনীত ‘রকেট্রি: দ্য নাম্বিয়ার এফেক্ট’। সেরা হিন্দি ছবির পুরস্কার পেয়েছে ভিকি কৌশল অভিনীত ‘সর্দার উধম’। পাশাপাশি, সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন দক্ষিণী অভিনেতা অল্লু অর্জুন, ‘পুষ্পা' ছবির জন্য। যুগ্মভাবে সেরা অভিনেত্রীর পুরস্কার ভাগ করে নিয়েছেন আলিয়া ভাট এবং কৃতি শ্যানন, যথাক্রমে ‘গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ এবং ‘মিমি’ ছবির জন্য। দুই নায়িকারই এটা প্রথম জাতীয় পুরস্কার। সেরা জনপ্রিয় ছবি হিসাবে জাতীয় পুরস্কার পেল ‘আরআরআর’।

ডানদিকে কালকক্ষ ছবির দৃশ্য
Sunny Deol: ৫৬ কোটি টাকা ঋণ শোধে ব্যর্থ, তবুও নিলাম নয় BJP MP সানি দেওলের বাংলো, কটাক্ষ কংগ্রেসের

GOOGLE NEWS-এ আমাদের ফলো করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in