
প্রার্থী পছন্দ না হওয়ায় জেলায় জেলায় বিজেপি কর্মী-সমর্থকদের বিক্ষোভ অব্যাহত। এবার বিজেপি প্রার্থীর নামে কুরুচিকর পোস্টার পড়ার অভিযোগ উঠল। ঘটনাস্থল পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ। দলের ঘোষিত প্রার্থী বিজন মণ্ডলকে বদলের দাবিতে পথ অবরোধ করেন কর্মীরা। এছাড়াও বীরভূম, সিঙ্গুর, দুবরাজপুর নানা জায়গার চিত্র একই। এই পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারার জন্য এর আগে অমিত শাহ রাজ্য নেতাদের ডেকে ভর্ৎসনা করেন।
রবিবার সকালে খণ্ডঘোষের শরঙ্গা, তোড়কোনা, শঙ্করপুর, গোপীনাথপুর, বাদুলিয়া ও কুকুড়া এলাকায় স্থানীয়রা দেখেন,পোস্টার পড়েছে বহিরাগত বিজেপি প্রার্থী বিজন মণ্ডলকে একটিও ভোট নয়। বীরভূমের সাঁইথিয়ায় সাংবাদিক বৈঠক করে, বিধানসভা নির্বাচনে নিষ্ক্রিয় থাকার আহ্বান জানান দলের নেতা–কর্মীরা।
অভিযোগ, আদি বিজেপি খণ্ডঘোষের বিজেপি প্রার্থীর চরিত্র নিয়ে প্রশ্ন তুলে কুরুচিকর মন্তব্য এই পোস্টার লাগিয়েছে। বলা হয়েছে, তিনি ভূমিপুত্র নন। দলের মধ্যেই চাপানউতোর শুরু হয়েছে, বাড়ছে অস্বস্তি।
অন্যদিকে, এদিন লাভপুরের বিজেপি নেতা তথা যোগগুরু সুশীল ভট্টাচার্য টিকিট না পেয়ে তৃণমূলে যোগ দেন।
ভূমিপুত্র প্রার্থীর দাবিতে বিজেপি কর্মী–সমর্থকরা খণ্ডঘোষের কাঁটাপুকুর এলাকায় বাঁকুড়া বর্ধমান রোড অবরোধ করেন। বিক্ষোভকারীদের অভিযোগ, তিনি রায়না বিধানসভা এলাকার বাসিন্দা। পূর্বস্থলী উত্তর কেন্দ্রে প্রার্থী বদলের দাবিতে মিছিল হয়।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন