

ইসলামপুর, ২০ মার্চ: ইসলামপুর বিধানসভায় বিজেপির প্রার্থী পছন্দ না হওয়ায় বিক্ষোভ, ধর্না, অবস্থান এবার দ্বিতীয় দিনেও।
এই ঘটনায় তীব্র রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার যুব মোর্চার সদস্যরা ইসলামপুর বিধানসভায় বিজেপির প্রার্থী বদল চাই শীর্ষক ফ্লেক্স লাগিয়ে অবস্থান-বিক্ষোভ করলো দারিভিটে। আন্দোলনরত যুবকদের পক্ষে নেপাল সরকার জানান, যে প্রার্থী পরপর দুইবার পরাজিত হয়েছেন সেই প্রার্থীকে আমরা চাই না। অবিলম্বে প্রার্থী বদল না হলে তারা বড় ধরনের আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।
যদিও প্রার্থী বদল নিয়ে যারা আন্দোলনে সামিল হয়েছেন সে বিষয়ে বিজেপি প্রার্থীর সৌম্যরূপ মন্ডল জানান, কারা কারা এ ধরনের আন্দোলন করেছে তার সঠিক তথ্য তার জানা নেই। তবে এর আগে আদৌ তারা বিজেপি করত কিনা তাও জানা নেই।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন