
অস্ট্রেলিয়া সিরিজের আগে ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি (Virat Kohli)। ওই পোস্টে হাল ছেড়ে দেওয়া মানেই ব্যর্থতা বলে উল্লেখ করেছেন তিনি। তবে এই সময়ে এমন পোস্ট কেন, তা নিয়ে জল্পনা তুঙ্গে।
টি-২০ ফরম্যাট এবং টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি। অস্ট্রেলিয়া সিরিজে তাঁকে রাখা হবে কিনা তা নিয়ে ধোঁয়াশা ছিল। আগামী ২০২৭ ক্রিকেট বিশ্বকাপে তাঁকে দেখা যাবে কিনা তাও কেউ জানেন না। এই অবস্থায় তাঁর এই সোশ্যাল মিডিয়া পোস্ট যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এক্স মাধ্যমে বিরাট লেখেন, 'আপনি তখনই ব্যর্থ হবেন যখন নিজে থেকেই হাল ছেড়ে দেবেন বলে ঠিক করে নেন'।
অন্যদিকে, স্কোয়াড ঘোষণার সময় প্রধান নির্বাচক অজিত আগরকর কোহলি ও রোহিত শর্মার অবসর নিয়ে ছড়িয়ে পড়া গুজব উড়িয়ে দেন। তিনি বলেন, “যতদূর আমরা জানি, এমন কোনও পরিকল্পনা নেই। দু’জনেই ফিটনেস টেস্টে উত্তীর্ণ হয়েছেন এবং ২০২৭ সালের বিশ্বকাপকে মাথায় রেখেই তাঁদের দলে রাখা হয়েছে।”
অন্যদিকে, প্রধান কোচ গৌতম গম্ভীর বলেন, “বিশ্বকাপ এখনও আড়াই বছর দূরে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বর্তমানের দিকে মনোযোগ দেওয়া। রোহিত আর বিরাট মানসম্পন্ন ক্রিকেটার। অস্ট্রেলিয়ায় তাঁদের অভিজ্ঞতা দারুণ কাজে আসবে বলে আমি আশাবাদী।”
অস্ট্রেলিয়া সফরের দলে কোহলি ও রোহিতের অন্তর্ভুক্তি এবং কোহলির সোশ্যাল মিডিয়া পোস্ট ইঙ্গিত দিচ্ছে যে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত তাঁদের পথচলা এখনও শেষ হয়নি। আজ অস্ট্রেলিয়ায় নেমে বিরাট এবং রোহিতকে অনুশীলন করতেও দেখা যায়।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন