Marufa Akter: 'এক সময় নতুন পোশাক কেনার টাকা ছিল না' - সেই মারুফাই আজ বাংলাদেশের অন্যতম সফল পেসার

People's Reporter: আইসিসির একটি সাক্ষাৎকারে মারুফা বলেন, "আমার বাবা একজন কৃষক। আমাদের খুব বেশি টাকা ছিল না, এমনকি আমি যে গ্রামের বড় হয়েছি সেখানকার লোকেরাও খুব একটা সাহায্য করেনি আমাদের"।
মারুফা আখতার
মারুফা আখতারছবি - সংগৃহীত
Published on

একটা সময় উৎসবে পরার জন্য নতুন পোশাক কেনার টাকা ছিল না। সেই মারুফা আখতার এখন বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের অন্যতম সফল পেসার। আইসিসি-র একটি সাক্ষাৎকারে নিজের অতীত কাহিনী তুলে ধরলেন মারুফা।

বিশ্বে অনেক ক্রীড়াবিদই আছেন যাঁরা দারিদ্র্যকে হার মানিয়ে সাফল্য অর্জন করেছেন। অনেকটা এই রকম জীবনযাত্রা বাংলাদেশের মারুফার। আইসিসির একটি সাক্ষাৎকারে মারুফা বলেন, "আমার বাবা একজন কৃষক। আমাদের খুব বেশি টাকা ছিল না, এমনকি আমি যে গ্রামের বড় হয়েছি সেখানকার লোকেরাও খুব একটা সাহায্য করেনি আমাদের"।

তিনি আরও বলেন, "আমাদের বাড়ির পাশের অনেক লোকই কোনো অনুষ্ঠানে আমাদের আমন্ত্রণ জানাতেন না। বলতেন আমাদের অনুষ্ঠানে পরার মতো পোশাক নেই। যদি আমরা সেখানে যাই, তাহলে তাঁদের সম্মান নষ্ট হবে। এইভাবে বলতেন তাঁরা (এরপরই কান্নায় ভেঙে পড়েন মারুফা)। একটা সময় ছিল যখন আমরা ঈদেও নতুন পোশাক কিনতে পারতাম না, টাকার অভাবে"।

মারুফা বলেন, "আসলে, আমরা এখন যে অবস্থানে আছি অন্যরা সেখানে নেই। আমি যেভাবে আমার পরিবারকে সমর্থন করি, সম্ভবত অনেক ছেলেই তা করতে পারে না। যা আমাকে এক বিশেষ ধরণের শান্তি দেয়। ছোটবেলায়, আমি ভাবতাম কখন মানুষ আমাদের প্রশংসা করবে এবং সম্মান করবে"।

উল্লেখ্য, চলতি আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপে ভাল ছন্দে রয়েছে মারুফা। পাকিস্তানের বিরুদ্ধে ৭ ওভার বল করে ৩১ রানের বিনিময়ে ২ উইকেট নেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ওভারে ২৮ রান দিয়ে ২টি উইকেট নিয়েছিলেন বাংলাদেশের এই মহিলা পেসার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১ উইকেট এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৪ ওভার বল করলেও কোনও উইকেট পাননি।

মারুফা আখতার
FIFA World Cup Qualifier: ইতিহাস কেপ ভার্দের, প্রথমবার ফিফা বিশ্বকাপে যোগ্যতা অর্জন আফ্রিকান দেশটির
মারুফা আখতার
IND vs WI Test: দুরন্ত ক্যাম্পবেল, ২২ বছর পর ভারতের মাটিতে সেঞ্চুরি কোনো ওয়েস্ট ইন্ডিয়ান ওপেনারের!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in