

ইডেনে কম খরচে টি-২০ বিশ্বকাপ ম্যাচ দেখতে পারবেন ক্রিকেটপ্রেমীরা। টিকিটের সর্বনিম্ন দাম রাখা হয়েছে মাত্র ১০০ টাকা।
গ্রুপ পর্বে বাংলাদেশ বনাম ইতালি, ইংল্যান্ড বনাম ইতালি এবং ওয়েস্ট ইন্ডিজ বমান ইতালি ম্যাচের টিকিটের দাম ১০০ টাকা থেকে শুরু। টিকিটের সর্বোচ্চ মূল্য ১০ হাজার টাকা। প্রিমিয়াম হসপিটালিটি (বি প্রিমিয়াম) টিকিটের দাম ৪,০০০ টাকা, লোয়ার ব্লক বি এবং এল-এর টিকিটের দাম ১,০০০ টাকা, লোয়ার ব্লক সি, এফ এবং কে-এর টিকিটের দাম ২০০ টাকা, লোয়ার ব্লক ডি, ই, জি, এইচ এবং জে-র টিকিটের দাম ২০০ টাকা, আপার ব্লক বি১, সি১, ডি১, এফ১, জি১, এইচ১, কে১, এবং এল১-এর টিকিটের দাম ১০০ টাকা।
ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ এবং ইংল্যান্ড বনাম বাংলাদেশ ম্যাচের টিকিটের দাম - প্রিমিয়াম হসপিটালিটি (বি প্রিমিয়াম) টিকিটের দাম ৫,০০০ টাকা, লোয়ার ব্লক বি এবং এল-এর টিকিটের দাম ১,৫০০ টাকা, লোয়ার ব্লক সি, এফ এবং কে-এর টিকিটের দাম ১,০০০ টাকা, লোয়ার ব্লক ডি, ই, জি, এইচ এবং জে-র টিকিটের দাম ৫০০ টাকা, আপার ব্লক বি১, সি১, ডি১, এফ১, জি১, এইচ১, কে১, এবং এল১-এর টিকিটের দাম ৩০০ টাকা।
এছাড়া সেমিফাইনালের দামও একই। সেখানে প্রিমিয়াম হসপিটালিটি (বি প্রিমিয়াম) টিকিটের দাম ১০,০০০ টাকা, লোয়ার ব্লক বি এবং এল-এর টিকিটের দাম ৩,০০০ টাকা, লোয়ার ব্লক সি, এফ এবং কে-এর টিকিটের দাম ২,৫০০ টাকা, লোয়ার ব্লক ডি, ই, জি, এইচ এবং জে-র টিকিটের দাম ১,৫০০ টাকা, আপার ব্লক বি১, সি১, ডি১, এফ১, জি১, এইচ১, কে১, এবং এল১-এর টিকিটের দাম ৯০০ টাকা। যদিও সেমিফাইনালে পাকিস্তান উঠলে সেমিফাইনাল হবে কলম্বোতে। খুব তাড়াতাড়ি শুরু হবে টিকিট বিক্রি।
ইডেনে টি২০ বিশ্বকাপ ম্যাচ -
৭ ফেব্রুয়ারি: ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ (বিকেল ৩টে)
৯ ফেব্রুয়ারি: বাংলাদেশ বনাম ইতালি (সকাল ১১টা)
১৪ ফেব্রুয়ারি: ইংল্যান্ড বনাম বাংলাদেশ (বিকেল ৩টে)
১৬ ফেব্রুয়ারি: ইংল্যান্ড বনাম ইতালি (বিকেল ৩টে)
১৯ ফেব্রুয়ারি: ওয়েস্ট ইন্ডিজ বনাম ইতালি (সকাল ১১টা)
১ মার্চ: সুপার এইটে ভারতের ম্যাচ (সন্ধ্যা ৭টা)
৪ মার্চ: প্রথম সেমিফাইনাল কলকাতা/কলম্বো (সন্ধ্যা ৭টা)
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন