

২৬ বছর পর ঘুচলো 'চোকার্স' তকমা। অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল চ্যাম্পিয়ন হল দক্ষিণ আফ্রিকা। ১৯৯৮ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর এই প্রথম কোনও আইসিসি ট্রফি জিতলো প্রোটিয়ারা।
লর্ডসে ইতিহাস গড়ে এই প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ট্রফি জিতলো দক্ষিণ আফ্রিকা। চতুর্থ দিনে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারালো প্রোটিয়ারা। ব্যর্থ হল না বাভুমা এবং মার্করামের লড়াই।
দক্ষিণ আফ্রিকার টেস্ট অধিনায়ক হিসেবে নজির গড়লেন টেম্বা বাভুমা। জয়ের নিরিখে অপরাজিত থেকে দলকে চ্যাম্পিয়ন করলেন তিনি। বাভুমার নেতৃত্বে ফাইনাল সহ ১০টি টেস্ট ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকা। যেখানে ৯টি জয় ও ১টি ড্র করেছে প্রোটিয়ারা।
দীর্ঘ প্রতীক্ষার পর ট্রফি জয়ের নিরিখে ওয়েস্ট ইন্ডিজকেও ছাপিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা। ১৯৯৮ সালের পর ২০২৫ সালে কোনও আইসিসি ট্রফি জয় করল প্রোটিয়ারা। ওয়েস্ট ইন্ডিজ ১৯৭৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর দ্বিতীয় আইসিসি ট্রফি জিতেছিল ২৪ বছর পর। ২০০৪ সালে তারা চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হয়।
এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড। তারা ২০০০ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল। তারপর ২০ বছর অপেক্ষা করে ২০২১ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চ্যাম্পিয়ন হয় কিউইরা। চতুর্থ স্থানে আছে ভারত। ১৯৮৩ সালে বিশ্বকাপ জয়ের পর ১৮ বছর লেগেছিল দ্বিতীয় আইসিসি ট্রফি জিততে (২০০২ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি)। পাকিস্তানের সময় লেগেছিল ১৬ বছর দ্বিতীয় আইসিসি ট্রফি জিততে (বিশ্বকাপ ১৯৯২ থেকে টি-২০ বিশ্বকাপ, ২০০৯)।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন