WTC Final: 'আমরা আত্মবিশ্বাসী' - তৃতীয় দিনের শুরুতেই অজিদের চাপে রাখতে মরিয়া দক্ষিণ আফ্রিকা

People's Reporter: লর্ডসে টেস্টের দ্বিতীয় দিনে কাগিসো রাবাডা এবং লুঙ্গি এনগিডির দুর্দান্ত বোলিংয়ে ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে দক্ষিণ আফ্রিকা।
দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসের দৃশ্য
দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসের দৃশ্যছবি - আইসিসির এক্স মাধ্যম
Published on

জমে উঠেছে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। যেখানে দ্বিতীয় দিনের শেষে ২১৮ রানে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। অজিদের দ্বিতীয় ইনিংস শেষ করতে প্রোটিয়াদের প্রয়োজন আর ২টি উইকেট। তবে টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ের জন্য আত্মবিশ্বাসী দক্ষিণ আফ্রিকার ব্যাটার ডেভিড বেডিংহাম।

লর্ডসে টেস্টের দ্বিতীয় দিনে কাগিসো রাবাডা এবং লুঙ্গি এনগিডির দুর্দান্ত বোলিংয়ে ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে দক্ষিণ আফ্রিকা। এই দুই পেসার মোট ছয় উইকেট শিকার করে অস্ট্রেলিয়াকে দ্বিতীয় ইনিংসে চাপে ফেলে দিয়েছে। দিনের শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ১৪৪ রানে ৮ উইকেট। মোট লিড ২১৮ রান।

ম্যাচের এই পরিস্থিতিকে বেশ ইতিবাচক দেখছেন বেডিংহাম। ম্যাচ শেষে তিনি বলেন, "আমরা খুব আত্মবিশ্বাসী। ব্যাটসম্যানরা তাঁদের পরিকল্পনা ঠিক করে ফেলেছেন। এটি যেকোনো দিকেই যেতে পারে, তবে ড্রেসিংরুমে আমরা খুবই উত্তেজিত এবং আত্মবিশ্বাসে ভরপুর।"

তৃতীয় দিনে দক্ষিণ আফ্রিকার লক্ষ্য হবে বাকি দুই উইকেট দ্রুত তুলে নেওয়া। এরপর রান তাড়া শুরু করা। উল্লেখ্য, এর আগে লর্ডসের ইতিহাসে ২৫০-এর বেশি রান তাড়া করেছে মাত্র তিনটি দল।

বেডিংহাম নিজেও দক্ষিণ আফ্রিকার ইনিংসে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। প্রথম ইনিংসে ১১১ বলে ৪৫ রানের লড়াকু ইনিংস খেলেন। লর্ডসের কঠিন পিচে তাঁর এই ইনিংস ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নিজের অভিজ্ঞতা থেকে সতীর্থদের উদ্দেশ্যে বেডিংহাম বলেন, "মূল কথা হল, আপনি রক্ষণাত্মক হন বা আক্রমণাত্মক, যাই হন না কেন, তাতে ১০০ শতাংশ প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে।"

দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসের দৃশ্য
IND vs ENG: 'অপেক্ষা করছি' - ৫ ম্যাচের টেস্ট সিরিজের আগে ভারতকে বার্তা ইংল্যান্ড কোচ ম্যাককুলামের
দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসের দৃশ্য
IND vs ENG: '৩ তারকার অবসর চাপ নয়, সুযোগ' - ইংল্যান্ড টেস্টের আগে শুবমনদের বার্তা গম্ভীরের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in