
লাস ভেগাসে চলমান ফ্রিস্টাইল দাবা গ্র্যান্ড স্ল্যাম ট্যুরে অভাবনীয় সাফল্য পেলেন ভারতের তরুণ গ্র্যান্ডমাস্টার আর প্রজ্ঞানন্দ। বিশ্বের এক নম্বর এবং পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন নরওয়ের ম্যাগনাস কার্লসেনকে মাত্র ৩৯টি চালে পরাজিত করেন ১৯ বছর বয়সী প্রজ্ঞানন্দ।
ভারতের বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ডি গুকেশের কাছে হারের পর এবার প্রজ্ঞানন্দের কাছেও পরাস্ত হলেন কার্লসেন। টাইম কন্ট্রোল ছিল ১০ মিনিট + ১০ সেকেন্ড ইনক্রিমেন্ট।
এবছর ইতিমধ্যেই তিনটি টুর্নামেন্ট জিতে প্রজ্ঞানন্দ প্রমাণ করেছেন যে তিনি ক্লাসিক্যাল, র্যাপিড এবং ব্লিটজ – তিন ফর্ম্যাটেই সমানভাবে দক্ষ। বর্তমানে তিনি হোয়াইট গ্রুপে ৪.৫ পয়েন্ট নিয়ে যৌথভাবে শীর্ষে রয়েছেন।
কার্লসেনের পরাজয়ের মুহূর্তে ভাষ্যকাররা বলেন, “ম্যাগনাস পদত্যাগ করতে চলেছেন... এবং তিনি পদত্যাগ করলেন করেন”। যা খেলার উন্মাদনা আরও বাড়িয়ে দেয়।
প্রথম তিন রাউন্ডে প্রজ্ঞানান্দ আবদুসাত্তোরভের বিপক্ষে ড্র, আসাউবায়েভার বিরুদ্ধে জয় এবং কিমারের বিরুদ্ধে ব্ল্যাক পিস ধরে জয় পান। এরপরই আসে সবচেয়ে বড় চমক - কার্লসেনের বিপক্ষে জয়।
ব্ল্যাক গ্রুপে হিকারু নাকামুরা ৬/৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন। তাঁর সাথে রয়েছেন হ্যান্স নিম্যান, ফ্যাবিয়ানো কারুয়ানা ও অর্জুন এরিগাইসি।
আগামী বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনাল। বিজয়ীরা টিকে থাকবেন ২০০,০০০ মার্কিন ডলারের প্রথম পুরস্কারের দৌড়ে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন