ইগা সোয়াটেক
ইগা সোয়াটেকছবি - উইম্বলডনের ফেসবুক পেজ

Wimbledon 2025: উইম্বলডন ফাইনালে ইতিহাস! আনিসিমোভাকে ৬-০, ৬-০ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন ইগা সোয়াটেক

People's Reporter: ফাইনালে আমেরিকার আমান্ডা আনিসিমোভাকে ৬-০, ৬-০ ব্যবধানে হারিয়ে নিজের প্রথম উইম্বলডন খেতাব এবং ষষ্ঠ গ্র্যান্ডস্লাম জিতলেন পোল্যান্ডের ইগা সোয়াটেক।
Published on

উইম্বলডনে মহিলা সিঙ্গেলস-এ নতুন চ্যাম্পিয়ন পেল টেনিস বিশ্ব। ফাইনালে আমেরিকার আমান্ডা আনিসিমোভাকে ৬-০, ৬-০ ব্যবধানে হারিয়ে নিজের প্রথম উইম্বলডন খেতাব এবং ষষ্ঠ গ্র্যান্ডস্লাম জিতলেন পোল্যান্ডের ইগা সোয়াটেক (Iga Swiatek)। প্রতিপক্ষকে দাঁড়াতেই দেননি তিনি।

শনিবার উইম্বলডনের সেন্টার কোর্টে মুখোমুখি হয়েছিলেন সোয়াটেক এবং আনিসিমোভা। প্রথম সেট থেকেই নিজের দাপট দেখাতে থাকেন সোয়াটেক। চাপে পড়েন মার্কিন টেনিস প্লেয়ার। প্রথম সেটে আনিসিমোভাকে ৬-০ ব্যবধানে পরাজিত করেন সোয়াটেক। মাত্র ২৫ মিনিটেই শেষ হয় প্রথম সেট।

দ্বিতীয় সেটে কিছুটা লড়াইয়ে ফেরার চেষ্টা করেন আনিসিমোভা। তাতেও লাভ হয়নি। দ্বিতীয় সেটও ৬-০ ব্যবধানে পরাজিত করলেন প্রতিপক্ষকে। ১৯৮৮ সালের পর এই প্রথম কোনও গ্র্যান্ডস্লাম ফাইনালে (মহিলাদের সিঙ্গেলসে) ৬-০, ৬-০ ব্যবধানে জয়ী হলেন কোনও টেনিস প্লেয়ার। ১৯৮৮ সালে ফ্রেঞ্চ ওপেনে স্টেফি গ্রাফ এই কীর্তি গড়েছিলেন। প্রতিপক্ষ ছিলেন তৎকালীন সোভিয়েত ইউনিয়নের নাতালিয়া।

চলতি টুর্নামেন্টে মাত্র একটি সেট হেরেছিলেন ইগা সোয়াটেক। দ্বিতীয় রাউন্ডে আমেরিকার ক্যাটি ম্যাকনাল্লির বিরুদ্ধে প্রথম সেট ৫-৭ ব্যবধানে পরাজিত হয়েছিলেন। সেই ম্যাচে পরের দুই সেট ৬-২ এবং ৬-১ ব্যবধানে জিতে নেন ইগা।

এই নিয়ে মোট ৬টি গ্র্যান্ডস্লাম চ্যাম্পিয়ন হলেন বিশ্বের ৮ নম্বর টেনিস তারকা। ২০২০, ২০২২, ২০২৩ এবং ২০২৪ সালে জিতেছিলেন ফ্রেঞ্চ ওপেন। ২০২২ সালেই ইউএস ওপেনও চ্যাম্পিয়ন হন। ২০২৫ সালে উইম্বলডন চ্যাম্পিয়ন হলেন।

অন্যদিকে, সেমিফাইনালে বিশ্বের এক নম্বর টেনিস তারকা আরিনা সাবালেঙ্কাকে হারিয়ে ফাইনালে উঠেছিলেন আনিসিমোভা। কিন্তু সেমিফাইনালের ফর্ম যেন ফাইনালে হারিয়ে যায়। তিনিও এই প্রথম উইম্বলডন ফাইনালে উঠেছিলেন। নিজের প্রথম গ্র্যান্ডস্লাম জয়ের সুযোগ ছিল মার্কিন টেনিস প্লেয়ারের কাছে। কিন্তু সেই সুযোগ তিনি হাতছাড়া করলেন।

ইগা সোয়াটেক
Mohammed Siraj: 'জীবনের কোনও ভরসা নেই' - লর্ডস টেস্টে ২ উইকেট দিয়োগো জোটাকে উৎসর্গ সিরাজের
ইগা সোয়াটেক
ISL: আইএসএল নিয়ে ধোঁয়াশা! ক্লাবগুলিকে দেওয়া FSDL-র চিঠির পাল্টা বিবৃতিতে কী জানালো ফেডারেশন?

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in