Wimbledon 2025: উইম্বলডনের হাইভোল্টেজ ম্যাচ, সিনারের মুখোমুখি জকোভিচ! পরিসংখ্যানে এগিয়ে কে?
শুক্রবার উইম্বলডনের সেন্টার কোর্টে এক রোমাঞ্চকর লড়াইয়ে মুখোমুখি হতে চলেছেন টেনিসের দুই প্রজন্মের দুই তারকা নোভাক জকোভিচ এবং জ্যানিক সিনার। পরিসংখ্যান বলছে, ঘাসের কোর্টে ২ বার জকোভিচের কাচে পরাজিত হয়েছেন সিনার। অন্যদিকে শেষ ৪ বারের সাক্ষাতেই জয় ছিনিয়ে নিয়েছেন সিনার।
জকোভিচ নজর রেখেছেন রজার ফেডেরারের সর্বাধিক উইম্বলডন শিরোপা (৮টি) জয়ের রেকর্ড ছোঁয়ার দিকে। অন্যদিকে সিনারের লক্ষ্য অল ইংল্যান্ড ক্লাবে তাঁর প্রথম গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে পৌঁছানো।
৩৮ বছর বয়সী সার্বিয়ান তারকা জকোভিচ ২০১৭ সাল থেকে টানা ৬বার উইম্বলডন ফাইনালে উঠেছেন (২০২০ সালে টুর্নামেন্ট বাতিল হয়)। তবে এবার তাঁর সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছেন তরুণ ইতালীয় জ্যানিক সিনার। যিনি সাম্প্রতিক সময়ে জোকোভিচের বিরুদ্ধে দাপট দেখিয়েছেন। জোকারের বিরুদ্ধে শেষ চারটি ম্যাচেই জয় পেয়েছেন সিনার।
জকোভিচ শেষবার সিনারকে হারিয়েছিলেন ২০২৩ সালের ATP ফাইনালে। এরপর থেকে সিনার প্রতিবারই জয় ছিনিয়ে নিয়েছেন। সেই ধারাবাহিকতা যদি বজায় থাকে, তবে এই বছর উইম্বলডনে জোকোভিচের সপ্তম ফাইনালের স্বপ্নভঙ্গ হতে পারে।
জকোভিচ একটি ছোটো ইনজুরির সমস্যায় ভুগছেন। ফ্ল্যাভিও কোবোলির বিরুদ্ধে কঠিন ম্যাচে পিছলে গিয়ে আহত হন তিনি। যদিও ম্যাচটি তিনি ৬-৭ (৬-৮), ৬-২, ৭-৫, ৬-৪ গেমে জিতে নেন।
অন্যদিকে, সিনার কোয়ার্টার ফাইনালে দুর্দান্ত ফর্মে ছিলেন। তিনি আমেরিকান বেন শেল্টনকে ৭-৬, ৬-৪, ৬-৪ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে পা রাখেন।
মোট ৯ বার মুখোমুখি হয়েছে দুই প্রজন্মের দুই তারকা টেনিস প্লেয়ার। যার মধ্যে জকোভিচ জয় পেয়েছেন ৪ বার এবং সিনার জয় পেয়েছেন ৫ বার। গ্র্যান্ড স্লামে ৪ বার মুখোমুখি হয়েছেন দু’জন। দু’জনেই ২ বার করে ম্যাচ জিতেছেন। ২০২৩ সালে উম্বলডন সেমিফাইনালে সিনারকে ৬-৩, ৬-৪ এবং ৭-৬ ব্যবধানে পরাজিত করেছিলেন জকোভিচ।
এই ম্যাচ কেবল একটি সেমিফাইনাল নয়, বরং এটি ভবিষ্যতের ইতিহাস রচনার মঞ্চ। একদিকে অভিজ্ঞতা ও রেকর্ডের লড়াই, অন্যদিকে তারুণ্যের ঝলক ও প্রথম ফাইনালে পৌঁছনোর স্বপ্ন। এই দ্বৈরথে শেষ হাসি কে হাসবেন তা আর কিছু ঘন্টা পরই জানা যাবে। এছাড়া আরেকটি সেমিতে টেলর ফ্রিৎজের মুখোমুখি হবেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন