ENG vs IND Test: কোথায় গেল বাজবল? লর্ডসে স্টোকসদের মন্থর ব্যাটিং দেখে কটাক্ষ সিরাজের!

People's Reporter: ইংলিশ ব্যাটারদের উদ্দেশ্যে কটাক্ষ করতে শোনা যায় ভারত অধিনায়ক শুবমন গিলকেও। স্টাম্প মাইকে শোনা যায় গিল বলছেন, “আর কোনও বিনোদনমূলক ক্রিকেট নয়। বিরক্তিকর টেস্ট ক্রিকেটে আবার স্বাগত”।
ইংল্যান্ডের বাজবল নিয়ে কটাক্ষ সিরাজের
ইংল্যান্ডের বাজবল নিয়ে কটাক্ষ সিরাজেরছবি - ইন্ডীয়ান ক্রিকেট টিমের ফেসবুক পেজ
Published on

তৃতীয় টেস্টের প্রথম দিনেই উধাও ইংল্যান্ডের 'বাজবল' ক্রিকেট। ভারতীয় পেস আক্রমণের বিরুদ্ধে শান্ত ও সাধারণভাবেই ব্যাট করতে দেখা গেল রুটদের। যা নিয়ে কটাক্ষ করতে ছাড়লেন না মহম্মদ সিরাজ। ইংলিশ ব্যাটারদের 'বাজবল' নিয়ে খোঁচা দিলেন শুবমন গিলও।

লর্ডসে টসে জিতে প্রথমে ব্যাটিং-র সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। অনেকেই মনে করেছিলেন ‘বাজবল’ ক্রিকেটই খেলবেন স্টোকসরা। কিন্তু তা হল না। প্রথম দিন টেস্টের স্বাভাবিক ছন্দেই ব্যাট করলেন ইংল্যান্ড ব্যাটাররা। বুমরাহ, সিরাজ, জাদেজা, ওয়াশিংটনদের দাপটে ধীর গতিতেই রান করতে থাকেন তাঁরা।

ম্যাচের মধ্যে ‘বাজবল’ ক্রিকেট না খেলা নিয়ে রুটকে কটাক্ষ করেন সিরাজ। মজার ছলে ভারতীয় পেসার ইংলিশ ব্যাটারকে জিজ্ঞেস করেন, "বাজ, বাজ…কোথায় গেল বাজবল? বাজবল খেলো। আমি বাজবল খেলা দেখতে চাই”।

শুধু সিরাজই নন, ইংলিশ ব্যাটারদের উদ্দেশ্যে কটাক্ষ করতে শোনা যায় ভারত অধিনায়ক শুবমন গিলকে। সেই সময় ব্যাট করছিলেন অলি পোপ এবং জো রুট। স্টাম্প মাইকে শোনা যায় গিল বলছেন, “আর কোনও বিনোদনমূলক ক্রিকেট নয়। বিরক্তিকর টেস্ট ক্রিকেটে আবার স্বাগত”।

প্রথম দিনের শেষে ৪ উইকেট হারিয়ে ইংল্যান্ডের রান ২৫১। ৪৩ বল খেলে ১৮ রানে আউট হন জ্যাক ক্রাউলি। ৪০ বল খেলে ২৩ রানে ফিরতে হয় বেন ডাকেটকে। অলি পোপ ৬ রানের জন্য হাফসেঞ্চুরি হাতছাড়া করেন। ১০৪ বল খেলে ৪৪ রানে আউট হন তিনি। ১১ রানে ফিরতে হয় হ্যারি ব্রুককে। দিনের শেষে ১৯১ বল খেলে ৯৯ রানে অপরাজিত আছেন রুট এবং ১০২ বল খেলে ৩৯ রানে অপরাজিত বেন স্টোকস।

প্রথম দিকে বুমরাহ উইকেট না পেলেও রানও খুব কম দেন। ম্যাচের ৫৪.৫ ওভারে হ্যারি ব্রুককে আউট করেন তিনি। ১৮ ওভার বল করে ৩৫ রানের বিনিময়ে ১ উইকেট পেয়েছেন বুমরাহ। ১৪ ওভার বল করে ৪৬ রান দিয়ে ২ উইকেট নেন নীতিশ কুমার রেড্ডি। এছাড়া অন্য একটি উইকেট নিয়েছেন রবীন্দ্র জাদেজা। ওয়াশিংটন সুন্দর ১০ ওভার করে মাত্র ২১ রান দিয়েছেন। অসাধারণ বল করেছেন মহম্মদ সিরাজও। তিনি ১৪ ওভার বল করে ৩৩ রান দিয়েছেন।

ইংল্যান্ডের বাজবল নিয়ে কটাক্ষ সিরাজের
ENG vs IND Test: একাধিক রেকর্ডের সামনে অধিনায়ক শুবমন গিল, টপকাতে পারেন কিংবদন্তি ব্র্যাডম্যানকেও!
ইংল্যান্ডের বাজবল নিয়ে কটাক্ষ সিরাজের
Chris Gayle: 'কিংবদন্তি হবে কীভাবে?' - ব্রায়ান লারার রেকর্ড না ভাঙায় মুল্ডারকে তীব্র কটাক্ষ গেইলের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in