
ইংল্যান্ডের মাটিতে চলতি টেস্ট সিরিজে দুরন্ত ফর্মে রয়েছেন ভারত অধিনায়ক শুবমন গিল। সিরিজের প্রথম দুই ম্যাচেই ৩টি সেঞ্চুরি (একটি ডবল সেঞ্চুরিও আছে) সহ মোট ৫৮৫ রান করেছেন তিনি। এখনও ৩টি টেস্ট বাকি। ফলে সম্ভাব্য ছয় ইনিংসে কিংবদন্তি স্যার ডোনাল্ড ব্র্যাডম্যানের একাধিক ঐতিহাসিক রেকর্ড ভাঙার সুবর্ণ সুযোগ রয়েছে গিলের কাছে।
১. এক টেস্ট সিরিজে সর্বাধিক রান:
ব্র্যাডম্যান এক সিরিজে সর্বাধিক ৯৭৪ রান (অ্যাশেজ, ১৯৩০) করেছিলেন। গিল যদি আরও ৩৯০ রান করতে পারেন, তবে এই রেকর্ড তাঁর দখলে চলে আসবে।
২. এক সিরিজে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ রান:
১৯৩৬-৩৭ সালের অ্যাশেজ সিরিজে অধিনায়ক হিসেবে ব্র্যাডম্যান করেছিলেন ৮১০ রান। গিল আর মাত্র ২২৫ রান করলেই ব্র্যাডম্যানের এই রেকর্ডটিও ভেঙে দেবেন।
৩. অধিনায়ক হিসেবে দ্রুততম ১০০০ টেস্ট রান:
মাত্র ৪ ইনিংসে ৫৮৫ রান করে ফেলেছেন গিল। ব্র্যাডম্যান এই মাইলফলকে পৌঁছেছিলেন ১১ ইনিংসে। যদি গিল নিজের স্কোরিং রেট ধরে রাখতে পারেন, তাহলে এই রেকর্ডও ভেঙে ইতিহাস গড়বেন।
৪. একমাত্র খেলোয়াড় হিসেবে ৫ ম্যাচের সিরিজে ১০০০ রান!
আজ পর্যন্ত ক্রিকেট ইতিহাসে কোনও ব্যাটার ৫ ম্যাচের টেস্ট সিরিজে ১০০০ রান করতে পারেননি। গিলের বর্তমান ফর্ম বলছে, তিনিই হতে পারেন প্রথম ব্যাটার যিনি ১০০০ রান করতে পারেন।
৫. এক সিরিজে সর্বাধিক সেঞ্চুরি:
ওয়েস্ট ইন্ডিজের ক্লাইড ওয়ালকট ১৯৫৫ সালে একটি সিরিজে করেছিলেন ৫টি সেঞ্চুরি। গিল ইতিমধ্যে ৩টি সেঞ্চুরি করেছেন। আরও দুটি সেঞ্চুরি করলেই ওয়ালকটের রেকর্ড স্পর্শ করবেন।
লর্ডস টেস্ট থেকেই সেই রেকর্ড ভাঙার দৌড়ে নামবেন ভারত অধিনায়ক। ভারতীয় সময় দুপুর ৩.৩০টে থেকে শুরু হবে তৃতীয় টেস্ট। বর্তমানে সিরিজ ১-১ ব্যবধানে ড্র রয়েছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন