দিল্লি মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়াল
দিল্লি মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়ালফাইল ছবি - স্বাতী মালিওয়ালের ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

WFI membership suspension: ব্রিজ ভূষণকে রক্ষা করার চেষ্টাতেই এই সাসপেনশন - দিল্লি মহিলা কমিশন

দিল্লি মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়াল এদিন এক এক্স (পূর্বতন ট্যুইটার) বার্তায় বলেন, এটা ঘটেছে যৌন নিপীড়নের ঘটনায় অভিযুক্ত ব্রিজ ভূষণ শরণ সিংকে রক্ষা করতে গিয়ে।

ব্রিজভূষণ শরণ সিং-কে বাঁচাতে গিয়েই আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের সম্মানহানি হল। বৃহস্পতিবার একথা জানিয়েছেন দিল্লি মহিলা কমিশনের চেয়ারম্যান স্বাতী মালিওয়াল। এদিনই রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার (WFI) সদস্যপদ খারিজ করেছে ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং (UWW)।

দিল্লি মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়াল এদিন এক এক্স (পূর্বতন ট্যুইটার) বার্তায় বলেন, এটা ঘটেছে যৌন নিপীড়নের ঘটনায় অভিযুক্ত ব্রিজ ভূষণ শরণ সিংকে রক্ষা করতে গিয়ে।

তিনি আরও বলেন, বিশ্ব কুস্তি সংস্থা ভারতীয় কুস্তি সংস্থাকে সাসপেন্ড করেছে। কারণ এক যৌন নিপীড়নকারীকে রক্ষা করতে চাওয়া হয়েছিল। এখন অন্য আর কোনও দেশে ভারতের জাতীয় পতাকা উড়বে না, জাতীয় সঙ্গীত বাজবেনা। যা দেশের পক্ষে খুবই অসম্মানের। তোমাদের সামনে পছন্দের জন্য দেশ অথবা ব্রিজ ভূষণকে রাখা ছিল। তোমরা ব্রিজ ভূষণকে বেছে নিয়েছ।

বিজেপি সাংসদ এবং ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজ ভূষণের বিরুদ্ধে দিল্লি পুলিশ ১০০০-এর বেশি পাতার চার্জশিট দাখিল করেছে। যেখানে ভারতীয় দন্ডবিধির ধারা ৩৫৪ (কোনও মহিলাকে তাঁর শালীনতা ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে হামলা বা অপরাধমূলক বলপ্রয়োগ), ধারা ৩৫৪ এ (যৌন ইঙ্গিতপূর্ণ মন্তব্য), ধারা ৩৫৪ ডি অনুসারে অভিযোগ আনা হয়েছে।  

কনট প্লেস থানায় নথিভুক্ত এফআইআর-এ, ছয়জন প্রাপ্তবয়স্ক কুস্তিগীর তাঁদের অভিযোগে জানিয়েছেন যে ব্রিজ ভূষণ শরণ সিং একজন ক্রীড়াবিদকে "সাপ্লিমেন্ট" দেওয়ার প্রস্তাব দিয়ে যৌন ক্রিয়াকলাপে বাধ্য করার চেষ্টা করেছিলেন এবং অন্য কুস্তিগীরকে তার শয্যাসঙ্গী হতে বলেছিলেন। এছাড়াও তাঁদের আক্রমণ করতেন, জড়িয়ে ধরতেন এবং আপত্তিকরভাবে অন্যান্য ক্রীড়াবিদদের স্পর্শ করতেন।

দিল্লি মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়াল
WFI: ভারতের রেসলিং ফেডারেশনকে ফের বরখাস্ত করলো বিশ্ব কুস্তি সংস্থা
দিল্লি মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়াল
কুস্তি ফেডারেশনের মহিলা প্রধান চাই, ক্রীড়া মন্ত্রীর কাছে ৫ দাবি বজরং-সাক্ষীদের

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in