WFI: ভারতের রেসলিং ফেডারেশনকে ফের বরখাস্ত করলো বিশ্ব কুস্তি সংস্থা

বরখাস্তের জেরে দেশের কুস্তিগীররা আসন্ন বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে খেলতে পারবেন না। ‘নিরপেক্ষ ক্রীড়াবিদ’ হিসেবে অংশগ্রহণ করতে হবে তাঁদের।
WFI: ভারতের রেসলিং ফেডারেশনকে ফের বরখাস্ত করলো বিশ্ব কুস্তি সংস্থা
ছবি সৌজন্যে - নিউজক্লিক

সঠিক সময়ে নির্বাচন না করায় ভারতের রেসলিং ফেডারেশনকে সাময়িকভাবে বরখাস্ত করল বিশ্বের কুস্তি সংগঠন। যার ফলে দেশের কুস্তিগীররা আসন্ন বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে খেলতে পারবেন না। তেরঙ্গা ছেড়ে খেলতে হবে ভারতীয় কুস্তিগীরদের ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে ‘নিরপেক্ষ ক্রীড়াবিদ’ হিসেবে। গত জুন মাসে ফেডারেশন কর্তৃপক্ষের নির্বাচন হওয়ার কথা থাকলেও সেই নির্বাচন করতে পারেনি ভারতের কুস্তি সংগঠন।

চলতি বছরের শুরুতে WFI (Wrestling Federation of India)-এর প্রাক্তন সভাপতি তথা বিজেপি সাংসদ ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ ওঠার পরেই ভারতের রেসলিং ফেডারেশনের দুঃসময় শুরু হয়। প্রসঙ্গত, গত জানুয়ারি মাসে ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করেছিলেন সাক্ষী মালিক, ভিনেশ ফোগত-সহ বেশ কয়েকজন ভারতীয় মহিলা কুস্তিগীর। তারপর থেকেই WFI ও ব্রিজভূষণের বিরুদ্ধে চলা ক্রমাগত প্রতিবাদের জেরে থমকে যায় ফেডারেশন কর্তৃপক্ষের যাবতীয় সাংগঠনিক কাজকর্ম। গত জুন মাসে সাংগঠনিক নির্বাচন করার কথা থাকলেও তা করা যায়নি।

গত ২৭ এপ্রিল ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন-এর তরফে একটি ad-hoc প্যানেল গঠন করে রেসলিং ফেডারেশনকে নির্বাচন করার জন্য সর্বোচ্চ ৪৫ দিনের সময়সীমা দেওয়া হয়েছিল। তার পরের দিন সেই সময়সীমার মধ্যে নির্বাচন না করতে পারলে ফেডারেশনকে বরখাস্ত করা হতে পারে সতর্কও করেছিল বিশ্ব কুস্তি সংগঠন ইউনাইটেড ওয়ার্ল্ড অফ রেসলিং (UWW)। কিন্তু শেষ পর্যন্ত সেই সময়সীমার মধ্যেও ফেডারেশন নির্বাচন না করতে পারায় এবার WFI-কে সাময়িকভাবে বরখাস্ত হতে হল।

তবে এবারেই প্রথম নয়, চলতি বছরে এই নিয়ে তৃতীয়বার বরখাস্ত হল ভারতের রেসলিং ফেডারেশন। এর আগে জানুয়ারি মাসে ফেডারেশন প্রধান ব্রিজভূষণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ ওঠার পরেই ফেডারেশনকে প্রথমবার বরখাস্ত করা হয়। এরপর মে মাসে যৌন হেনস্থার অভিযোগ নিয়ে প্রতিবাদ-বিক্ষোভ চরম পর্যায়ে পৌঁছলে ফের একবার সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছিল ফেডারেশনকে।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in