ISL 2024-25: সমর্থকদের জন্য জিততে চাই - পাঞ্জাব ম্যাচের আগে 'আত্মবিশ্বাসী' সল ক্রেসপো

People's Reporter: সল ক্রেসপো বলেন, আশা করি মরসুমের শেষ অংশে আমরা ভালো ফল অর্জন করতে পারব এবং সমর্থকদের মুখে হাসি ফোটাতে পারব।
সল ক্রেসপো
সল ক্রেসপোছবি - সংগৃহীত
Published on

শনিবার আইএসএলে পাঞ্জাব এফসির বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল। ২০ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ১১ নম্বরে টিম লাল হলুদ। তাদের সুপার সিক্সে যাওয়ার সম্ভবনা না থাকলেও এএফসি চ্যালেঞ্জ-র আগে এই ম্যাচগুলো গুরুত্বপূর্ণ।

লাল হলুদের সল ক্রেসপো একপ্রকার বলেই দিলেন সমর্থকদের জন্য তিনি জিততে চান। তাঁর কথায়, "এটা ঠিকই যে গত ম্যাচে আমরা ভালো খেলেছি। তবে আমাদের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। এখন আমরা শুধু পাঞ্জাবের কথা ভাবছি। কারণ, এই ম্যাচটা ফাইনালের মতো এবং আমরা এখন শুধুমাত্র এই ম্যাচেই মনোনিবেশ করছি"।

গত মরসুমে লাল-হলুদ জার্সি গায়ে চারটি গোল করা ক্রেসপো তাঁর এ মরসুমের পারফরম্যান্স নিয়ে বলেন, “আমি মনে করি আমার পারফরম্যান্স ভালো ছিল। কিন্তু এটাও ঠিক যে, চোটের কারণে আমি অনেকদিন মাঠের বাইরে ছিলাম। সে জন্য আমি খুশি নই। তবে এখন আমি দু’সপ্তাহ ধরে দলের সঙ্গে অনুশীলন করছি এবং আমার ফিটনেসও ভাল অবস্থায় আছে। আশা করছি, মরশুমটা ভালভাবে শেষ করতে পারব।

তিনি আরও বলেন, আমি মনে করি সংখ্যা আমাদের পক্ষে আছে এবং আমাদের ইতিমধ্যেই সেরা ছয়ে পৌঁছনোর সুযোগও রয়েছে। তাই আমরা বিশ্বাস রাখছি, আত্মবিশ্বাসী আছি। এএফসি গ্রুপ পর্বেও আমরা খুব ভালো খেলেছি এবং আমি নিশ্চিত যে, পরের রাউন্ড কঠিন হবে, কিন্তু আমরা প্রস্তুত থাকব লড়াই করে জেতার জন্য”।

পাশাপাশি তিনি জানান, "আমি ম্যাচের পর সমর্থকদের সঙ্গে কথা বলি এবং আমরা সমর্থকদের অনুভূতি বুঝতে পারি। তাঁরা ক্ষেপে আছেন, যেটা স্বাভাবিক। কিন্তু আমরা শেষ পর্যন্ত তাঁদের জন্য লড়াই করব। আশা করি, মরসুমের শেষ অংশে আমরা ভালো ফল অর্জন করতে পারব এবং সমর্থকদের মুখে হাসি ফোটাতে পারব।'

সল ক্রেসপো
UCL: চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬তে মাদ্রিদ ডার্বি! বার্সার সামনে বেনফিকা, একনজরে দেখুন সম্পূর্ণ সূচি
সল ক্রেসপো
Champions Trophy 25: বাংলাদেশের বিরুদ্ধে ৫ উইকেট, তবুও পাকিস্তান ম্যাচের আগে 'সতর্ক' শামি

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in