
পাকিস্তান ম্যাচের আগে নিজেকে নিয়ে আত্মবিশ্বাসী শামি। বাংলাদেশের বিরুদ্ধে ৫ উইকেট নিয়েও কার্যত আবেগহীন দেখালো তাঁকে। বিশ্বের কাছে নিজেকে আরও প্রমাণ করতে চান তিনি।
রবিবার দুবাইতে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে হবে ভারতকে। দুই দেশেরই গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচ এটি। বাংলাদেশকে হারিয়ে অ্যাডভান্টেজে রয়েছে টিম ইন্ডিয়া। দীর্ঘ সময় চোট কাটিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ৫ উইকেট নিয়েছেন শামি। তবে বেশি উচ্ছ্বসিত নন তিনি। ম্যাচ ধরে ধরে এগিয়ে যাওয়াই এখন মূল লক্ষ্য শামির।
গতকাল ম্যাচের পর শামি জানান, একটা ম্যাচ জিতেই অন্য কিছু করতে চাই না। যেমন ভাবে খেলছি তেমনই খেলব। হ্যাঁ, আরও কীভাবে ভালো করা যায় সেদিকেই নজর থাকবে। চাপ নিচ্ছি না কোনো। সব সময়ই নিজের উপর বিশ্বাস থাকে আমার। একটাই কথা বাড়তি চাপ নেওয়ার প্রয়োজনই নেই।
গতকাল, বাংলাদেশের বিরুদ্ধে অনবদ্য পারফর্ম করেন শামি। ১০ ওভার বল করে ৫৩ রান দিয়ে ৫ উইকেট নেন তিনি। প্রথম ওভারেই তুলে নেন ওপেনার সৌম্য সরকারের উইকেট। এরপর মেহদি হসান মিরাজ, জাকের আলি, তানজিম হাসান শাকিব এবং তাসকিন আহমেদের উইকেট নেন তিনি।
পাশাপাশি বল হাতে নেমেই রেকর্ড গড়লেন শামি। বাংলাদেশের বিরুদ্ধে ৫ উইকেট নিয়ে ভারতের হয়ে ওডিআই ক্রিকেটে ২০০ উইকেটের মালিক হলেন তিনি। ভারতের প্রথম এবং বিশ্বের দ্বিতীয় ফাস্ট বোলার হিসেবে দ্রুততম ২০০ উইকেট পেয়েছেন তিনি। ১০২ ম্যাচে ২০০ উইকেট নিয়ে তালিকায় শীর্ষে আছেন মিচেল স্টার্ক। শামি নিলেন ১০৪ ম্যাচ।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন