
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাক ম্যাচের আগে 'আজব' দাবি করলেন মহাকুম্ভে ভাইরাল হওয়া আইআইটি বাবা অভয় সিং। হাইভোল্টেজ ম্যাচে কোন দেশ জিতবে তা তিনি আগেই জানিয়ে দিলেন। একটি ভাইরাল ভিডিওতেই ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন তিনি।
আগামী ২৩ ফেব্রুয়ারি শুরু হবে ভারত বনাম পাকিস্তান ম্যাচ। যা নিয়ে ইতিমধ্যেই উত্তেজনার পারদ চড়ছে সমর্থকদের মধ্যে। এই আবহে ফের নিজের মতামত দিলেন আইআইটি বাবা। ভাইরাল হওয়া ভিডিওতে অভয় সিং-কে বলতে শোনা যায়, এই ম্যাচ ভারত জিতবে না। জিতবে পাকিস্তান। আমি যদি ভুল হই তাহলে বিরাট কোহলিরা জিতে প্রমাণ করে দিক। ভারত জিততো কিন্তু এবারের ফলাফল বদলে দিয়েছেন। যদিও সেই ভাইরাল ভিডিও-র সত্যতা যাচাই করেনি পিপলস রিপোর্টার।
এর আগেও তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে মন্তব্য করছিলেন। তিনি বলেছিলেন, “আমি ওঁকে (অধিয়ানয়ক রোহিত শর্মা) বারবার বলছিলাম যে আরে ভাই, হার্দিককে বল দে, হার্দিককে বল দে। কিন্তু ওঁ কিছুতেই দিচ্ছিল না। পরে বল দেওয়াতে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে পেরেছে ভারত”।
আইআইটি বাবার দাবি, পুরোটাই তিনি করেছেন, সিগন্যাল, তরঙ্গ, ক্যামেরা, শক্তির সাহায্যে। বিশেষ ম্যাজিকে তিনি ভারতে বসেই বার্বাডোজের কেনসিংটন ওভালে খেলতে থাকা রোহিত শর্মাকে সিগন্যাল পাঠাচ্ছিলেন এবং ভারতের অধিনায়ক সেই সিগন্যাল দেখতে পেয়েছিলেন।
উল্লেখ্য, নিউজিল্যান্ডের বিরুদ্ধে হেরে টুর্নামেন্টে বেশ চাপে রয়েছে আয়োজক পাকিস্তান। অন্যদিকে বাংলাদেশকে হারিয়ে গ্রুপের দ্বিতীয় স্থানে ভারত। টুর্নামেন্টে টিকে থাকতে হলে ভারতকে হারাতেই হবে পাকিস্তানকে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন