
একের পর এক রেকর্ড গড়ছেন বিরাট কোহলি। গত ম্যাচেই ভারতীয় ক্রিকেটারদের মধ্যে টেস্ট রানের নিরিখে প্রথম পাঁচে উঠে আসেন। এবার আন্তর্জাতিক স্তরেও সমস্ত ফরম্যাটে সর্বোচ্চ স্কোরারের তালিকায় শীর্ষ পাঁচে উঠে এলেন চেজ মাস্টার।
কোহলি আর রেকর্ড যেন সমার্থক। আন্তর্জাতিক ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার তারকা অলরাউন্ডার জ্যাক কালিসকে টপকে প্রথম পাঁচে এলেন কোহলি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ১৬১ বলে ৮৭ রানে অপরাজিত রয়েছেন তিনি। এটি ছিল দেশের হয়ে ৫০০তম ম্যাচ। এই ম্যাচে নামার আগে কোহলির রান ছিল ২৫,৪৬১। কালিসকে টপকাতে প্রয়োজন ছিল ৭৪ রান। ৮৭ রানের সুবাদে কোহলির বর্তমান রান ২৫,৫৪৮। ৭৫টি সেঞ্চুরি ও ১৩২টি হাস সেঞ্চুরি করেছেন তিনি। গড় ৫৩.৬৭।
প্রথম স্থানে রয়েছেন ভারতীয় কিংবদন্তি শচীন তেন্ডুলকর। তিনি ৬৬৪ ম্যাচ খেলে ১০০ট সেঞ্চুরি ও ১৬২টি হাফসেঞ্চুরির মাধ্যমে ৩৪৩৫৭ রান করেছেন। দ্বিতীয় স্থানে আছেন শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা। তাঁর রান সংখ্যা ২৮,০১৬। অস্ট্রেলিয়ার রিকি পন্টিং রয়েছেন তৃতীয় স্থানে। তাঁর রান সংখ্যা ২৭৪৮৩। চতুর্থ স্থানে আছেন জয়বর্ধনে। আন্তির্জাতিক কেরিয়ারে তিনি করেছেন ২৫৯৫৭ রান।
দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে বিরাটের ব্যাট থেকে ৭৬ তম সেঞ্চুরি দেখার জন্য মুখিয়ে আছে তাঁর ভক্তরা। প্রথম টেস্ট জিতে অ্যাডভান্টেজে রয়েছে রোহিত বাহিনী। দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজ টস জিতে বল করার সিদ্ধান্ত নেয়। যশস্বী করেছেন ৫৭ রান। রোহিত শর্মা ৮০ রানে ফিরে গেছেন। শুবমন গিল ও অজিঙ্কা রাহানের ব্যাটে তেমন রান আসেনি। কোহলি অপরাজিত রয়েছেন ৮৭ রানে এবং ৩৬ রানে অপরাজিত রয়েছেন রবীন্দ্র জাদেজা। প্রথম দিনের শেষে ভারতের রান ৪ উইকেটের বিনিময়ে ২৮৮।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন