
ফের একবার মাইলফলক স্পর্শ করলেন বিরাট কোহলি। সৌরভ গাঙ্গুলির পর এবার বীরেন্দ্র শেহওয়াগকেও টপকে গেলেন ‘চেজ মাস্টার’। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে টেস্ট রানের নিরিখে প্রথম পাঁচে জায়গা করে নিলেন কোহলি।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্ট জিতে নিয়েছে ভারত। ম্যাচের সেরা হয়েছে তরুন যশস্বী জয়সওয়াল। ৩৮৭ বল খেলে ১৭১ রান করেন তিনি। ওই ম্যাচে রোহিত শর্মা করেন ২২১ বলে ১০৩ রান। বিরাট কোহলি ১৮২ বল খেলে করেছেন ৭৬ রান। ৭৬ রানের সুবাদে টেস্ট ক্রিকেটে বীরেন্দ্র শেহওয়াগকে টপকে গেলেন তিনি। 'ভীরু'র টেস্ট ক্রিকেটে ১০৩ ম্যাচে ১৭৮ ইনিংস খেলে রান করেছিলেন ৮৫০৩। বল খেলেছিলেন ১০৩৪৬ টি। বিরাট কোহলি ১১০ ম্যাচে ১৮৬ ইনিংস খেলে করেছেন ৮৫৫৫ রান। বল খেলেছেন ১৫৫০২টি।
বিরাটের আগে রয়েছেন শচীন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, সুনীল গাভাসকার এবং ভিভিএস লক্ষ্মণ। ‘মাস্টার ব্লাস্টার’ রয়েছেন প্রথমে। ২০০ ম্যাচে ৩২৯ ইনিংস খেলে তিনি সংগ্রহ করেছিলেন ১৫৯২১। দ্বিতীয় স্থানে রয়েছেন রাহুল দ্রাবিড়। তাঁর রান সংখ্যা ১৩২৬৫। তৃতীয় স্থানে আছেন সুনীল গাভাসকর। তিনি টেস্ট ক্রিকেটে সংগ্রহ করেছে ১০১২২ রান। চতুর্থ স্থানে থাকা ভিভিএস লক্ষ্মণের রান ৮৭৮১।
ক্রিকেট বিশেষজ্ঞদের মতে সবকিছু ঠিক থাকলে লক্ষ্মণ ও সুনীল গাভাসকরকে টপকানো বিরাট কোহলির কাছে শুধু সময়ের অপেক্ষা। অনেকে বলছেন, কোহলির মধ্যে রানের একটা খিদে রয়েছে। যার জন্য তাঁর এত সাফল্য।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্ট সহজেই জিতে নিয়েছে রোহিত বাহিনী। এক ইনিংস ও ১৪১ রানের জয় ছিনিয়ে নিয়েছে তারা। ২০ জুলাই থেকে শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট। সেই টেস্টে ওয়েস্ট ইন্ডিজ প্রত্যাবর্তন করে কিনা সেটাই দেখার।
GOOGLE NEWS-এ আমাদের ফলো করুন