IND vs WI: 'সবে পথ চলা শুরু' - অভিষেক টেস্টে সেঞ্চুরি করে আবেগে ভাসলেন যশস্বী

২১ বর্ষীয় তরুণ তারকা বলেন, জাতীয় দলের সুযোগ পাওয়া আমার পরিবার এবং আমার কাছে অনেকটা আবেগপূর্ণ পরিস্থিতি ছিল।
যশস্বী জয়সওয়াল
যশস্বী জয়সওয়ালছবি - আইসিসির ফেসবুক পেজ

অভিষেক টেস্টেই শতরান করেছেন ভারতের তরুণ তারকা যশস্বী জয়সওয়াল। দুর্দান্ত সেঞ্চুরির মাধ্যমে গড়েছেন একাধিক রেকর্ড। জায়গা করে নিয়েছেন মহম্মদ আজহারউদ্দিন, সৌরভ গাঙ্গুলিদের এলিট ক্লাবে। কঠিন প্রতিকূলতাকে পেছনে ফেলে এই পর্যায়ে উঠে আসা যশস্বী, প্রথম টেস্ট সেঞ্চুরি উৎসর্গ করলেন বাবা-মা কে।

২১ বর্ষীয় তরুণ তারকা বলেন, "জাতীয় দলের সুযোগ পাওয়া আমার পরিবার এবং আমার কাছে অনেকটা আবেগপূর্ণ পরিস্থিতি ছিল। শুধু আমার পরিবারের নয়, যারা আমাকে সাহায্য করেছে তাদের জন্যও বটে। এটা অনেক বড় একটা যাত্রা। আমাকে কোনো না কোনো সময় যারা সাহায্য করেছে তাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই। এই সাফল্য আমি আমার মা-বাবাকে দিতে চাই। তারা আমার জীবনে অনেক বড় অবদান রেখেছে। সবে পথ চলা শুরু হয়েছে, এখনও অনেক পথ বাকি।"

ভারতীয় দলের ক্রিকেট ইতিহাসে তৃতীয় ওপেনার হিসেবে টেস্ট অভিষেক শতরান করার নজির গড়লেন যশস্বী জয়সওয়াল। এর আগে এই নজির রয়েছে শিখর ধওয়ান ও পৃথ্বি শ-র ঝুলিতে। তবে শিখর এবং পৃথ্বী দুজনেই অভিষেক টেস্টে সেঞ্চুরি করেছিলেন দেশের মাটিতে। ভারতের প্রথম ওপেনার হিসেবে বিদেশের মাটিতে অভিষেক টেস্টে সেঞ্চুরি করলেন যশস্বী।

ভারতের ১৭তম ক্রিকেটার হিসেবে টেস্ট অভিষেক শতরান করলেন যশস্বী জয়সওয়াল। বাঁ-হাতিদের মধ্যে ষষ্ঠ। নাম লেখালেন লালা অমরনাথ, গুন্ডাপ্পা বিশ্বনাথ, মহম্মদ আজহারউদ্দিন, সৌরভ গঙ্গোপাধ্যায়, বীরেন্দ্র সহবাগ, রোহিত শর্মা, শ্রেয়স আইয়ারদের তালিকায়।

যশস্বী জয়সওয়াল
Sunil Chhetri: কেরিয়ারের সেরা মুহূর্ত বেছে নিলেন সুনীল
যশস্বী জয়সওয়াল
Ravichandran Ashwin: ৩৩ বার ৫ উইকেট নিলেন অশ্বিন, জানালেন WTC ফাইনালে সুযোগ না পাওয়ার আক্ষেপ

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in