
ফের ভারতীয় ক্রিকেটারদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন 'লিটল মাস্টার' সুনীল গাভাসকার। তাঁর মতে বর্তমানের ব্যাটাররা কারুর পরামর্শ নিতে পছন্দ করেন না।
বেশ কিছুদিন ধরেই ভারতীয় ক্রিকেট দলের সদস্যদের বিরুদ্ধে সরব হয়েছেন সুনীল গাভাসকার। টেস্ট চ্যাম্পিয়নশীপ ফাইনাল হারার পর থেকে আরও ক্ষুব্ধ হয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। বিশেষ করে ভারতীয় ব্যাটারদের উদ্দেশ্যে তাঁর বার্তা। তিনি বলেন, যদি ব্যাটাররা একই ভুল বার বার করে তাহলে তাদের উচিত অন্যদের থেকে পরামর্শ নেওয়া। কীভাবে আরও উন্নতি করতে পারে। কিন্তু এখন কেউ পরামর্শ নিতে আসেন না। এক সময় বীরু, শচীন, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষণরাও আমার কাছে আসতেন পরামর্শ নিতে।
তিনি আরও বলেন, 'একবার বীরুকে আমি ডেকেছিলাম। সেইসময় তিনি ব্যাটে রান পাচ্ছিলেন না। আমি তাঁকে বলেছিলাম আপনি অফ স্টাম্প গার্ড করে খেলুন। কারণ আপনার দুর্বলতা আমি দেখতে পাচ্ছি। আপনার ফুট ওয়ার্ক খুব একটা ভালো নয়। আপনি যখন স্টাম্পের বাইরে বেরিয়ে খেলতে যাচ্ছেন তখন সমস্যা হচ্ছে। তাই অফ-স্টাম্পে বল খেলে খেলতে সুবিধা হবে'।
পাশাপাশি তিনি বলেন, আমার কোনো ইগো নেই। আমি চাইলেই কোন ব্যাটারের কোথায় ভুল হচ্ছে বলতে পারি। কিন্তু ভারতীয় দলে রাহুল দ্রাবিড় ও বিক্রমের মতো কোচ রয়েছেন। অতিরিক্ত পরামর্শও ব্যাটারদের খারাপ পারফর্ম্যান্সের অন্যতম কারণ হতে পারে।
GOOGLE NEWS-এ আমাদের ফলো করুন