

১ বছর পর টেস্ট ম্যাচে জয়ের মুখ দেখলো পাকিস্তান। শ্রীলঙ্কাকে হারিয়ে জয়ের খরা কাটালো বাবররা। যা নিয়ে বেশ উচ্ছ্বসিত পাক সমর্থকরা।
এ যেন 'মিরাকল'। এক বছর আগে এই গলেই শেষ টেস্ট ম্যাচ জিতেছিল পাকিস্তান দল। বৃহস্পতিবার শ্রীলঙ্কাকে হারিয়ে ১৪৭ তম টেস্ট ম্যাচ জেতে পাকিস্তান। ৩৬৫ দিন ধরে একের পর এক টেস্ট ম্যাচ হারতে হয়েছিল বাবরদের। যার জেরে সমর্থকদের কাছে তীব্র সমালোচিত হয়েছিলেন তাঁরা। এই জয়ে কিছুটা হলেও স্বস্তি মিলেছে পাক শিবিরে।
পাক সমর্থকরা যে কতটা আনন্দিত হয়েছেন তা সোশ্যাল মিডিয়া দেখলেই বোঝা যাবে। কেউ লিখেছেন, অপেক্ষার অবসান। পাকিস্তান শেষ টেস্ট ম্যাচ জিতেছিল ২০ জুলাই। বিপক্ষ দল ছিল শ্রীলঙ্কা। ফের সেই শ্রীলঙ্কাকেই একই মাঠে হারালো পাকিস্তান। আবার কেউ লিখেছেন, সত্যিই অবিশ্বাস্য। এ যেন ইতিহাসের পুনরাবৃত্তি।
বর্তমানে শ্রীলঙ্কা সফরে গেছে পাক দল। ২টি টেস্ট ম্যাচের মধ্যে প্রথমটিতে জয় লাভ করেছে তারা। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। ৩১২ রানে শেষ হয় জয়সূর্যদের প্রথম ইনিংস। জবাবে ব্যাট করতে সৌদ শাকিলের অপরাজিত ২০৮ রানের ওপর ভর করে ৪৬১ রান তোলে পাকিস্তান।
দ্বিতীয় ইনিংসে ২৭৯ তুলতে সক্ষম হয় শ্রীলঙ্কা। রান তাড়া করতে নেমে ৬ উইকেটের বিনিময়ে ১৩৩ রান তুলে ম্যাচ জেতে পাকিস্তান। ম্যাচের সেরা হয়েছেন সৌদ শাকিল।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন