
এশিয়া কাপের আগে সারারাত কেঁদেছিলেন ভারতের নয়া তারকা স্পিনার বরুণ চক্রবর্তী। একটি অনুষ্ঠানে এমনটাই জানালেন ওই স্পিনার স্বয়ং।
বড় টুর্নামেন্টে একাধিকবার জ্বলে উঠেছেন বরুণ চক্রবর্তী। এশিয়া কাপের দুরন্ত পারফর্ম করেছেন তিনি। ফাইনালে ৩০ রানের বিনিময়ে গুরুত্বপূর্ণ ২টি উইকেট নিয়েছিলেন তিনি। তবে প্রতিটি বড় টুর্নামেন্টের আগে বেশ চিন্তিত থাকেন তিনি।
ব্রেকফাস্ট উইথ চ্যাম্পিয়ন্স অনুষ্ঠানে বরুণ জানান, প্রতিটি টুর্নামেন্ট শুরু হওয়ার আগে তিনি ভীষণ নার্ভাস থাকেন। তিনি বলেন, “আমি খুব খারাপ স্টার্টার। নতুন টুর্নামেন্ট শুরু হওয়ার আগে সারারাত কাঁদি। ভাবি - কাল কী হবে? এশিয়া কাপ শুরুর আগেও এমনটা হয়েছে”।
এই টুর্নামেন্টেই বরুণ পুরুষদের টি-টোয়েন্টি বোলিং র্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠা তৃতীয় ভারতীয় ক্রিকেটার হয়েছেন। তবুও তিনি নিজের সাফল্য নিয়ে বেশি উচ্ছ্বসিত নন তিনি। বরুণ বলেন, “আমি এখন দাবা ফলো করি। গুকেশ ডোম্মারাজু চ্যাম্পিয়ন হওয়ার পর বলেছিল সবাই জানে ম্যাগনাস কার্লসেনই নম্বর ওয়ান। আমার কাছেও নাম্বার ওয়ান সবসময় জসপ্রীত বুমরাহ। সুনিল নারিন, রশিদ খান ওরা সেরা। আমি ভালো করছি ঠিকই, কিন্তু আরও অনেকটা পথ যেতে হবে।”
২০২১ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে আন্তর্জাতিক টি-২০তে ভারতের জার্সিতে অভিষেক হয় বরুণ চক্রবর্তীর। ওডিআই ক্রিকেটে অভিষেক হয় ২০২৫ সালে, ইংল্যান্ডের বিরুদ্ধে। এখনও পর্যন্ত ৪টি ওডিআই খেলেছেন ভারতের হয়ে। নিয়েছেন ১০ উইকেট। টি-২০তে ২৪টি ম্যাচ খেলেছেন এবং নিয়েছেন ৪০টি উইকেট।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন