
ভবিষ্যতের তারকার খোঁজে আট-দলীয় ফুটবল টুর্নামেন্ট শুরু করতে চলেছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। তাঁর এই টুর্নামেন্টের নাম দেওয়া হয়েছে 'মেসি কাপ'।
মেসি কাপে ক্লাব বা ফুটবল অ্যাকাডেমিগুলির প্লেয়ারদের বয়সসীমা থাকবে অনূর্ধ্ব-১৬। মার্কিন যুক্তরাষ্ট্রের সাউথ ফ্লোরিডায় আগামী ৯ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে।
এই টুর্নামেন্টটি আয়োজন করছে মেসির নিজস্ব প্রোডাকশন সংস্থা 525 Rosario। এতে অংশ নেবে বিশ্বের শীর্ষস্থানীয় আটটি ক্লাব। যার মধ্যে রয়েছে ইন্টার মিয়ামি, এফসি বার্সেলোনা, ম্যানচেস্টার সিটি, অ্যাটলেটিকো রিভার প্লেট, ইন্টার মিলান, নিউওয়েল ওল্ড বয়েজ, অ্যাটলেটিকো মাদ্রিদ এবং চেলসি। মোট ১৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
ইনস্টাগ্রামে এক পোস্টে মেসি লেখেন, “অবশেষে আপনাদের সঙ্গে এটা ভাগ করে নিতে পারছি বলে খুবই আনন্দিত। এই ডিসেম্বর, মায়ামি হবে এক বিশেষ যুব ফুটবল টুর্নামেন্টের আয়োজক, যেখানে অংশ নেবে বিশ্বের সেরা কিছু ক্লাব। এটি শুধু খেলা নয়, এটি পরবর্তী প্রজন্মের জন্য নতুন দিশা।”
যুক্তরাষ্ট্রে ইতিমধ্যেই যুব ফুটবলের জনপ্রিয়তা দ্রুত বাড়ছে। ব্যক্তিগত বিনিয়োগকারীরা অ্যাকাডেমি, টুর্নামেন্ট ও ডিজিটাল প্ল্যাটফর্মে বিপুল অর্থ বিনিয়োগ করছেন। সেই বাজারে মেসি কাপ যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। যেখানে খেলার সঙ্গে যুক্ত থাকবে ব্যবসা, সংস্কৃতি ও ভবিষ্যতের তারকা গড়ার সুযোগ।
525 Rosario সংস্থার সিইও টিম প্যাসটর বলেন, “মেসি কাপ হলো আজকের ফুটবল ও আগামী দিনের খেলোয়াড়দের মধ্যে সংযোগের সেতু। এটি প্রতিভা, সংস্কৃতি ও সম্প্রদায়কে উদযাপনের একটি মঞ্চ, যা মাঠের বাইরেও দীর্ঘস্থায়ী উত্তরাধিকার তৈরি করবে।”
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন