Bismillah Jan Shinwari: ৪১ বছরেই ক্রিকেটকে বিদায়, প্রয়াত আম্পায়ার বিসমিল্লাহ জান শিনওয়ারি

People's Reporter: আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) এক বিবৃতিতে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গভীর শোকপ্রকাশ করেছে।
বিসমিল্লাহ জান শিনওয়ারি
বিসমিল্লাহ জান শিনওয়ারিছবি - আইসিসির ওয়েবসাইট
Published on

প্রয়াত হলেন আন্তর্জাতিক ক্রিকেটের জনপ্রিয় আম্পায়ার বিসমিল্লাহ জান শিনওয়ারি। মাত্রা ৪১ বছরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। তাঁর মৃত্যুর খবরে গভীর শোকের ছায়া নেমে এসেছে ক্রিকেট মহলে।

আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) এক বিবৃতিতে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গভীর শোকপ্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়েছে, “আফগানিস্তানের অভিজাত আম্পায়ারিং প্যানেলের একজন সম্মানিত সদস্য বিসমিল্লাহ জান শিনওয়ারির মৃত্যুতে এসিবির নেতৃত্ব, কর্মীরা এবং সমগ্র আফগান ক্রিকেট পরিবার গভীরভাবে শোকাহত। আফগান ক্রিকেটের জন্য তিনি ছিলেন এক নিবেদিতপ্রাণ সেবক।”

বিসমিল্লাহ জান শিনওয়ারির ২০১৭ সালের ডিসেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়। শারজায় আফগানিস্তান বনাম আয়ারল্যান্ডের একটি ওয়ানডে ম্যাচের মাধ্যমে প্রথমবার আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারিং করেন তিনি। এরপর তিনি মোট ২৫টি ওয়ানডে এবং ২১টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে দায়িত্ব পালন করেন।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর আন্তর্জাতিক প্যানেল অফ আম্পায়ারদের একজন সদস্য হিসেবে তাঁর অবদান ছিল অপরিসীম। আইসিসি চেয়ারম্যান জয় শাহ তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তিনি জানান, “খেলায় তাঁর অবদান ছিল বিশাল। ক্রিকেটবিশ্ব তাঁকে গভীরভাবে মিস করবে। আমরা এই ক্ষতিতে শোকাহত এবং তাঁর পরিবার ও প্রিয়জনদের প্রতি আন্তরিক সমবেদনা জানাই।”

বিসমিল্লাহ জান শিনওয়ারির প্রয়াণ আন্তর্জাতিক ক্রিকেট জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি। তাঁর স্মৃতি ও অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

বিসমিল্লাহ জান শিনওয়ারি
'আর কত খাবে?' - বাংলার ফুটবলারকে ছাতা দিয়ে প্রাথমিক চিকিৎসা দিতেই ক্লাব কর্তাদের আক্রমণ প্রবীর দাসের
বিসমিল্লাহ জান শিনওয়ারি
অক্ষত ব্রায়ান লারার ৪০০ রানের রেকর্ড, ইনিংস ডিক্লেয়ার করে ৩৬৭ রানেই অপরাজিত থাকলেন মুল্ডার!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in