UEFA Nations League: 'ওর প্রতিভা উপভোগ করতে চাই' - ফাইনালের আগে ইয়ামালের প্রশংসায় রোনাল্ডো!
রবিবার ভারতীয় সময় রাত ১২.৩০টায় জার্মানির মিউনিখে মুখোমুখি হবে দুই দল। এখন দেখার কোন দল চ্যাম্পিয়ন হয়।
উয়েফা নেশনস লিগের ফাইনালে খেলবে পর্তুগাল এবং স্পেন। তবে গোটা ফুটবল বিশ্ব তাকিয়ে রয়েছে ইয়ামাল বনাম রোনাল্ডোর লড়াই দেখতে। একজনের বয়স ১৭ বছর এবং অন্যজনের বয়স ৪০। দুই প্রজন্মের দু'জন তারকা খেলোয়াড়কে দেখতে মুখিয়ে রয়েছে সকলেই। তার আগে ইয়ামালের প্রশংসায় পঞ্চমুখ রোনাল্ডো।
ফাইনাল ম্যাচে ইয়ামালের বিরুদ্ধে খেলতে নামার আগে তাঁর প্রশংসা করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সাংবাদিকদের সামনে তিনি জানান, “এই বাচ্চা ছেলেটি ক্লাব এবং জাতীয় দলে সত্যিই ভালো কিছু করছে যা তাকে অনেক সাহায্য করেছে। নিজের যোগ্যতা দেখানোর জন্য এটি তার কাছে দুর্দান্ত সুযোগ। ওকে বেড়ে উঠতে দিন, চাপের মধ্যে রাখবেন না। আমরা বহু বছর ধরে এই ধরণের প্রতিভা উপভোগ করতে চাই। আমি তার উপর থেকে চাপ কমাতে চাই এবং তাকে একা থাকতে দিতে চাই। তার প্রচুর প্রতিভা আছে”।
ইয়ামালের প্রশংসা করেন স্পেনের কোচও। তিনি বলেন, "আমার মনে হয় ল্যামিনে ইয়ামাল সত্যিই একজন ভালো সতীর্থ। তার দলের সঙ্গীরাও গুরুত্বপূর্ণ। আমাদের সাথে কোনও অসুবিধাই হয় না তার। অন্যদের সাথে যেমন আচরণ করা হয় তার সাথেও একই জিনিস ঘটে। যদি পরিস্থিতি এমন না হত তাহলে হয়তো তার উপর মনোযোগ দেওয়া কঠিন হত। কিন্তু সে তার বয়সের অন্যদের তুলনায় অনেক পরিণত। সে বুদ্ধিমান এবং ধূর্ত। এটা তার জন্য ভালো। ফুটবলের জন্যও ভালো"।
প্রতিপক্ষ দলে রোনাল্ডোর মতো একজন খেলোয়াড় থাকলে তাঁকে নিয়ে যেকোনও কোচই বাড়তি পরিকল্পনা করেন। স্পেনের কোচ জানান, তিনি ফুটবলের একজন কিংবদন্তি। ফুটবলের মূল্যবোধটাকে গুরুত্ব দেন। তিনি সকলের জন্য একটি উদাহরণ। আমরা ভাগ্যবান যে এমন একজনের নেতৃত্বাধীন পর্তুগালের মুখোমুখি হতে পেরেছি যাঁর নাম ইতিহাসে লেখা থাকবে।
পর্তুগাল কোচ রোনাল্ডোকে নিয়ে বলেন, “ক্রিশ্চিয়ানো এমন একজন খেলোয়াড় যিনি জাতীয় দলের হয়ে তাঁর চতুর্থ ফাইনাল খেলছেন। তিনি এক অসাধারণ উদাহরণ। আমি তাঁর গোলের খিদে ভালোবাসি। তিনি এমন একজন খেলোয়াড় যে সবকিছু জিতেছেন এবং পরের দিন আবার নতুন করে শুরু করছেন। আমি আশা করি আমাদের কেরিয়ারের একটি স্মরণীয় দিন হতে চলেছে। আমি মনে করি দলের কাজ হল ড্রেসিংরুমে যা ঘটে তার বাস্তবায়ন করা। আমাদের খেলোয়াড়দের খেলা উপভোগ করতে, পার্থক্য তৈরি করতে এবং জিততে সাহায্য করতে হবে। আড়াই বছরে, ড্রেসিংরুমে আমাদের কাজ একসাথেই হয়েছে। আমাদের সকলেরই সকলের প্রতি সম্পূর্ণ ভরসা আছে”।
Keywords: UEFA Nations League 2025, Cristiano Ronaldo, Lamine Yamal, Spain vs Portugal final, Ronaldo on Yamal, football news, Yamal talent, Nations League final preview.
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন