• আরিনা সাবালেঙ্কাকে হারিয়ে ফরাসি ওপেন চ্যাম্পিয়ন হলেন আমেরিকার কোকো গফ।
• কেরিয়ারের দ্বিতীয় গ্র্যান্ডস্লাম জিতলেন তিনি।
• অস্ট্রেলিয়ান ওপেনের পর ফের একবার গ্র্যান্ডস্লাম জয় হাতছাড়া হল সাবালেঙ্কার।
বিশ্বের ১ নম্বর মহিলা টেনিস তারকা আরিনা সাবালেঙ্কাকে হারিয়ে ফরাসি ওপেন চ্যাম্পিয়ন হলেন আমেরিকার কোকো গফ। খেলার ফলাফল ৬-৭, ৬-২ এবং ৬-৪। অস্ট্রেলিয়ান ওপেনের পর ফের একবার গ্র্যান্ডস্লাম জয় হাতছাড়া হল সাবালেঙ্কার।
ফরাসি ওপেনের মহিলাদের ফাইনালে অসাধারণ এক ম্যাচের সাক্ষী থাকলো টেনিস বিশ্ব। ভারতীয় সময় শনিবার সন্ধ্যায় মুখোমুখি হয়েছিল বিশ্বের ১ নম্বর এবং ২ নম্বর মহিলা টেনিস তারকা। ২০২২ সালের পর দ্বিতীয়বার ফরাসি ওপেনের ফাইনালে উঠেছিলেন কোকো গফ। অন্যদিকে সাবালেঙ্কার এটাই প্রথম ফরাসি ওপেন ফাইনাল ছিল।
ম্যাচের প্রথম থেকেই দুই তারকাকে আক্রমণাত্মক লাগছিল। প্রথম সেট ৭-৬ (৭-৫) ব্যবধানে জয়ী হন সাবালেঙ্কা। ১ ঘন্টা ২০ মিনিট ধরে চলে প্রথম সেটের খেলা। দ্বিতীয় সেট থেকে ঘুরে দাঁড়ান কোকো গফ। প্রতিপক্ষকে কার্যত দাঁড়াতেই দেননি তিনি। দ্বিতীয় সেট ৬-২ ব্যবধানে জিতে নেন কোকো। দ্বিতীয় সেট শেষ হতে সময় লাগে ৩৩ মিনিট।
তৃতীয় সেটে হাড্ডাহাড্ডি লড়াই চলে দুই তারকার মধ্যে। ছন্দে ফিরছিলেন সাবালেঙ্কা। পিছিয়ে পড়েও খেলায় ফেরেন তিনি। কিন্তু ৪৫ মিনিটের লড়াইয়ে জয়ী হন কোকো গফ। তৃতীয় সেটের ফলাফল হয় ৬-৪। এই নিয়ে কেরিয়ারের দ্বিতীয় গ্র্যান্ডস্লাম জিতলেন তিনি। এর আগে ২০২৩ সালে ইউ এস ওপেন চ্যাম্পিয়ন হয়েছিলেন কোকো গফ।
উল্লেখ্য, ২০২২ সালে ফরাসি ওপেনের ফাইনালে উঠেছিলেন কোকো। কিন্তু খেতাবি লড়াইয়ে পোল্যান্ডের ইগা নাতালিয়ার কাছে ৬-১ এবং ৬-৩ ব্যবধানে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল কোকোর। ২০২৪ সালে ফ্রেঞ্চ ওপেনের ডবলস বিভাগে জয়ী হয়েছিলেন কোকো। তাঁর সঙ্গী ছিলেন চেক প্রজাতন্ত্রের ক্যাটেরিনা সিনিয়াকোভা। তাঁরা ফাইনালে ইতালির সারা ইরানি এবং জ্যাসমিন পাওলিনি জুটিকে ৭-৬(৭-৫) এবং ৬-৩ ব্যবধানে হারিয়েছিলেন।
Keywords: French Open 2025, Sabalenka vs Gauff, Coco Gauff Roland Garros, Sabalenka collapse, French Open highlights.
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন