French Open: জকোভিচকে হারিয়ে ফরাসি ওপেনের ফাইনালে সিনার, খেতাবি লড়াইয়ে প্রতিপক্ষ আলকারাজ

People's Reporter: ২৪ বারের গ্র্যান্ড স্ল্যামজয়ী নোভাক জোকোভিচকে হারিয়ে সকলকে চমক দিলেন সিনার।
জকোভিচ এবং সিনার
জকোভিচ এবং সিনারছবি - রোলাঁ গারোর এক্স মাধ্যম
Published on

রোলাঁ গারোর সেমিফাইনালে নোভাক জকোভিচকে হারিয়ে ফাইনালে উঠলেন ইতালির জ্যানিক সিনার। তিনি জোকারকে ৬-৪, ৭-৫ এবং ৭-৬ ব্যবধানে পরাস্ত করেছেন। ফাইনালে তিনি মুখোমুখি হবেন আরেক তারকা প্লেয়ার কার্লোস আলকারাজের।

২৪ বারের গ্র্যান্ড স্ল্যামজয়ী নোভাক জোকোভিচকে হারিয়ে সকলকে চমক দিলেন সিনার। ম্যাচের স্কোরলাইন একতরফা মনে হলেও কোর্টে লড়াই ছিল হাড্ডাহাড্ডি। ৩৮ বছর বয়সী সার্বিয়ান কিংবদন্তি জোকোভিচের প্রতিটি শটে ছিল অভিজ্ঞতার ছাপ, কিন্তু সিনারের ধারাবাহিকতা এবং চাপ শেষ পর্যন্ত পার্থক্য গড়ে দেয় খেলায়। বিশেষ করে তৃতীয় সেটে, যেখানে জোকোভিচ ৫-৪ ব্যবধানে এগিয়ে থেকেও তিনটি সেট পয়েন্ট মিস করেন।

ম্যাচের পর সিনার বলেন, "নোভাকের বিরুদ্ধে একটি গ্র্যান্ড স্ল্যাম সেমিফাইনালে খেলা আমার জীবনের একটি বিশেষ অভিজ্ঞতা। আমি আমার সেরা টেনিসটা খেলতে চেয়েছিলাম এবং খুশি যে সেটা করতে পেরেছি। ওনার মতো খেলোয়াড়ের বিরুদ্ধে জয় পাওয়া অত্যন্ত গর্বের বিষয়। তিনি আমাদের তরুণ প্রজন্মের কাছে এক বিশাল অনুপ্রেরণা।"

এই জয়ের মধ্য দিয়ে সিনার তাঁর কেরিয়ারে প্রথমবার ফরাসি ওপেনের ফাইনালে উঠলেন। রবিবার তিনি মুখোমুখি হবেন বর্তমান চ্যাম্পিয়ন এবং দ্বিতীয় বাছাই কার্লোস আলকারাজের। আলকারাজ অন্য সেমিফাইনালে ইতালির লরেঞ্জো মুসেত্তির বিরুদ্ধে জয় অর্জন করেন।

আলকারাজ ৪-৬, ৭-৬(৩), ৬-০, ২-০ ব্যবধানে এগিয়ে থাকার সময় মুসেত্তি চতুর্থ সেটে বাঁ পায়ের চোটের কারণে ম্যাচ থেকে অবসর নেন। ফলে ফাইনালে চলে যান আলকারাজ। রবিবারের ফাইনাল ম্যাচে সিনার ও আলকারাজের দ্বৈরথ শুধু ফরাসি ওপেন নয়, টেনিস দুনিয়ার জন্য একটি নতুন অধ্যায় রচনা করতে চলেছে।

জকোভিচ এবং সিনার
Indian Football Team: হংকং ম্যাচের জন্য ২৫ সদস্যের দল ঘোষণা ভারতের, নেই কোনও বাঙালি ফুটবলার!
জকোভিচ এবং সিনার
প্রথমবার বিশ্বকাপে যোগ্যতা অর্জন করে ইতিহাস উজবেকিস্তান ও জর্ডনের! ১৫০ কোটির দেশ ভারত এখনও ব্যর্থ

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in