
বৃহস্পতিবার মধ্যরাতে শুরু হবে উয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ। যেখানে লড়বে ইউরোপের ৮ দেশ। প্রিয় ফুটবলারের খেলা দেখার জন্য মুখিয়ে আছেন রোনাল্ডো ভক্তরাও।
ভারতীয় সময় বৃহস্পতিবার রাত ১ টা ১৫ মিনিটে শুরু হবে উয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনাল। নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলবে স্পেন। ক্রোয়েশিয়া মুখোমুখি হবে ফ্রান্সের, ইতালি খেলবে জার্মানির বিরুদ্ধে এবং ডেনমার্কের বিপক্ষে নামবে পর্তুগাল। সবক'টি ম্যাচই একই সময়ে হবে। ম্যাচ দেখতে পারবেন সোনি লিভ অ্যাপে।
এখন প্রশ্ন হল ক্রিশ্চিয়ানো রোনাল্ডো পর্তুগালের হয়ে মাঠে নামবেন কিনা? কোয়ার্টার ফাইনালের জন্য পতুর্গালের ২৬ সদস্যের দল ঘোষণা করা হয়েছিল। সেই দলে আছেন রোনাল্ডো। সম্প্রতি ক্লাব ফুটবলেও গোল করে চলেছেন ৪০ বছর বয়সী এই পর্তুগিজ তারকা। ফলে ম্যাচের শুরু থেকেই হয়তো খেলতে পারেন সি আর সেভেন।
গত বছর নভেম্বর মাসে দেশের হয়ে শেষ মাঠে নেমেছিলে রোনাল্ডো। যে ম্যাচে পোল্যান্ডকে ৫-১ গোলে পরাজিত করেছিল পর্তুগাল। ২টি গোল এবং ১টি অ্যাসিস্ট করেছিলেন ক্রিশ্চিয়ানো। গত সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে দেশের হয়ে ৪টি ম্যাচে ৩টি গোল করেছিলেন তিনি।
উল্লেখ্য, উয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগ হবে ভারতীয় সময় রবিবার মধ্যরাতে। ১টা ১৫ মিনিট থেকেই শুরু হবে ম্যাচ। একই সময়ে চারটি ম্যাচ হবে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন