
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগে ইন্টার মিলানকে হারিয়ে এক ধাপ এগিয়ে থাকতে মরিয়া বার্সেলোনা। ইটালির ক্লাবটিও পিছিয়ে নেই। ফলে হাড্ডাহাড্ডি এক ম্যাচের সাক্ষী থাকতে চলেছে গোটা ফুটবল বিশ্ব।
বুধবার মধ্যরাতে ইন্টার মিলানের মুখোমুখি হবে বার্সেলোনা। ভারতীয় সময় রাত ১২.৩০টার সময় শুরু হবে এই ম্যাচ। দুই দলই চাইছে প্রথম লেগে এগিয়ে থাকতে। এখনও পর্যন্ত উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে মোট ১০ বার মুখোমুখি হয়েছে দুই ক্লাব। যার মধ্যে বার্সেলোনা জিতেছে ৫টি ম্যাচ। ইন্টার জয়ী হয়েছে ২টি ম্যাচে এবং ৩টি ম্যাচ ড্র হয়েছে। পরিসংখ্যানে বার্সেলোনা এগিয়ে থাকলেও এই ম্যাচ জিততে মরিয়া ইন্টার মিলানও।
প্রসঙ্গত, গত রবিবারই কোপা দেল রে-র ফাইনালে রিয়াল মাদ্রিদকে ৩-২ ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে বার্সেলোনা। ফলে বেশ আত্মবিশ্বাস রয়েছে গোটা দলের মধ্যে। তবে ইন্টারও পিছিয়ে নেই। এখন দেখার প্রথম লেগে কোন দল বাজিমাত করে।
অন্যদিকে, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে পিএসজির কাছে ১-০ ব্যবধানে পরাস্ত হল আর্সেনাল। ম্যাচের ৪ মিনিটের মাথায় ডেম্বেলের গোলে জয় নিশ্চিত করে পিএসজি।
ভারতে কীভাবে দেখবেন?
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগের খেলাটি SonyLiv ওয়েবসাইট এবং অ্যাপে সরাসরি সম্প্রচার করা যাবে। এছাড়া উয়েফা চ্যাম্পিয়ন্স Sony Ten 2 এবং Sony Ten 2 HD চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন