
বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে পিছিয়ে পড়ার পর দুর্দান্ত প্রত্যাবর্তনে জয় ছিনিয়ে নিল আরব আমিরশাহী। ২-১ ব্যবধানে সিরিজ হেরে কার্যত লজ্জার নজির গড়লো বাংলদেশ।
বুধবার রাতে শারজাহতে অনুষ্ঠিত সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশের ১৬৩ রানের টার্গেট তাড়া করে জয় পায় স্বাগতিক আমিরশাহী। শারাফু (৪৭ বলে অপরাজিত ৬৮) ও আসিফ খান (২৬ বলে অপরাজিত ৪১) গড়ে তোলেন ৫১ বলে ৮৭ রানের দুর্দান্ত পার্টনারশিপ। যা দলের জয় নিশ্চিত করে।
খেলার শেষ পর্যায়ে বাংলাদেশের পেস আক্রমণের মুখে ঠান্ডা মাথায় ব্যাট করেন এই দুই ব্যাটার। ১৬ ওভারে তিনটি ছক্কা হাঁকিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন শারাফু ও আসিফ। পরে একটি দুর্দান্ত বাউন্ডারিতে ম্যাচ শেষ করেন শারাফু। তিনিই ম্যাচসেরা হন।
ম্যাচ-পরবর্তী সাক্ষাৎকারে শারাফু বলেন, “পরিকল্পনাটি খুব সহজ ছিল - মাঠে গিয়ে যতটা সম্ভব বল খেলা। শেষ পর্যন্ত সবকিছু ঠিকঠাক হয়েছে।”
তিনি আরও বলেন, “আসিফের সঙ্গে ব্যাট করা সহজ ছিল। আমরা শুধু স্কোরবোর্ড সচল রাখার চেষ্টা করেছি এবং প্রয়োজনে বাউন্ডারি খুঁজে বের করেছি।”
এই জয়ের মাধ্যমে দ্বিতীয়বারের মতো আইসিসির পূর্ণ সদস্য দলের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয় পেল সংযুক্ত আরব আমিরশাহী। ২০২১ সালে তারা আয়ারল্যান্ডকে হারিয়েছিল ২-১ ব্যবধানে।
সিরিজে পাঁচজন নতুন খেলোয়াড়ের অভিষেক হওয়া সত্ত্বেও দলের পারফরম্যান্স প্রশংসনীয় বলে মন্তব্য করেন অধিনায়ক ওয়াসিম। যিনি সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।
ওয়াসিম বলেন, “আমি গর্বিত এই দলের পারফরম্যান্সে। আমরা আমাদের বিশ্বাস হারাইনি, সবাই একসঙ্গে চেষ্টা করেছি। শারজাহতে আমরা যেকোনো দলের বিপক্ষে লড়াই করতে প্রস্তুত।”
তিনি আরও যোগ করেন, “আসিফ, শারাফু, রাহুল চোপড়া, হায়দার আলি সহ পুরো দলের পারফরম্যান্সই ছিল অসাধারণ। এই সিরিজ ভবিষ্যতে আমাদের অনেক আত্মবিশ্বাস দেবে।”
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন