ISL 2023-24: ২০২০-২১ মরসুমের পুনরাবৃত্তি! নাকি ইতিহাস লিখবে মোহনবাগান? আত্মবিশ্বাসী দুই কোচই

People's Reporter: ২০২০-২১ মরসুমে এই দুই দল ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করেছিল একের অন্যের বিরুদ্ধে। সেইবার অবশ্য ২-১ গোলে বাগানকে হারিয়ে কাপ চ্যাম্পিয়ন হয় মুম্বই।
আইএসএল কাপ
আইএসএল কাপছবি - আইএসএল-র ফেসবুক পেজ

২০২০-২১ মরসুমের পুনরাবৃত্তি চাইছেন না বাগান কোচ অ্যান্টোনিয়ো লোপেজ হাবাস। অন্যদিকে ওই মরুসুমের মতোই মোহনবাগানকে হারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন হতে চায় মুম্বই সিটি এফসি কোচ।

শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএল ফাইনালে মুখোমুখি হবে মোহনবাগান সুপার জায়ান্ট এবং মুম্বই সিটি এফসি। ২০২০-২১ মরসুমে এই দুই দল ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করেছিল একের অন্যের বিরুদ্ধে। সেইবার অবশ্য ২-১ গোলে বাগানকে হারিয়ে কাপ চ্যাম্পিয়ন হয় মুম্বই। এবারেও সেই সম্ভাবনা আছে। তবে হাবাসের বাগানও যথেষ্ট আত্মবিশ্বাসী। এই যুবভারতীতেই মুম্বইকে হারিয়ে লিগ চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান। ফের বাণিজ্য নগরীর দলকে হারিয়ে এবার চ্যাম্পিয়নও হতে চাইছেন বাগান কোচ।

তবে মোহনবাগানের বিরুদ্ধে নামার আগে কিছুটা হলেও চিন্তিত মুম্বই সিটি এফসির কোচ। কারণ দলের ভরসাযোগ্য মিডফিল্ডার ভ্যান নিফকে ফাইনাল ম্যাচে পাবে না মুম্বই। সাসপেনশনের কারণে ফাইনাল খেলতে পারবেন না এই বিদেশি। মুম্বই এফসির কাছে বিকল্প ফুটবলার থাকলেও কোচের প্রথম পছন্দ ছিলেন ভ্যান নিফ।

এছাড়া মুম্বই সিটি এফসির অন্যতম সেরা অস্ত্র লালিয়ানজুয়ালা ছাঙতেকে নিয়ে বিশেষ পরিকল্পনা করছেন হাবাস। কারণ সেমিফাইনালের প্রথম লেগে খেলার রঙ বদলে দিয়েছিলেন তিনি। জোড়া গোল করে দলকে বাড়তি সুবিধা দিয়েছিলেন এই মিজো স্ট্রাইকার। এখনও পর্যন্ত ২৪টি ম্যাচে বিপক্ষের বক্সে ১১৩ বার বল ছুঁয়েছেন, ৩৮টি গোলের সুযোগ তৈরি করেছেন, গোলের লক্ষ্যে ২৫টি শট ছিল তাঁর, ৪৮৬টি সফল পাস করেছেন।

ছাঙতের পাশাপাশি মুম্বইয়ের আরেক উইঙ্গার বিক্রম প্রতাপ সিংকেও নজরে রেখেছেন হাবাস। ছাঙতে ও বিক্রম যেভাবে দু'টি দিক দিয়ে আক্রমণ তুলে আনেন তা যে কোনো মুহূর্তে গোলের দরজা খুলে দিতে পারে। এখনও পর্যন্ত ১৫টি শট গোলে রাখেন তিনি, যার মধ্যে আটটি গোলে পরিণত হয়। ২২টি গোলের সুযোগও তৈরি করেছেন তিনি।

মুম্বই সিটি এফসি কোচও মোহনবাগানের আক্রমণভাগ নিয়ে বেশ চিন্তিত। কারণ মনবীর, লিস্টন কোলাসো, দিমিত্রি পেত্রাতোস, জনি কাউকো, জেসন কামিংসরা যেভাবে বল সাজিয়ে বিপক্ষের বক্সে হানা দেয় তা প্রতিহত করা কঠিন। মনবীর এবং লিস্টনকে আটকাতে অনুশীলনে জোর দিচ্ছেন মুম্বই কোচ। তিনি চাইছেন বলের সাপ্লাই লাইনটাকে ভেঙে দিতে।

উল্লেখ্য, এখনও পর্যন্ত ২৫ বার মুখোমুখি হয়েছে দুই দল। যার মধ্যে ১১ বার জিতেছে মুম্বই, ৭বার জিতেছে মোহনবাগান এবং ৭ বার ম্যাচ ড্র হয়েছে। তবে আগামীকাল যুবভারতীতে স্নায়ুর চাপ যে দল ধরে রাখতে পারবে সেই শিরোপা জিতবে।

-With IANS Inputs

আইএসএল কাপ
IPL 2024: লক্ষ্য প্লে-অফ, ঘরের মাঠে KKR-কে হারাতে মরিয়া মুম্বই
আইএসএল কাপ
ISL 2023-24: শনিবারের মেগা ফাইনালে থাকবেন রণবীর-আলিয়া সহ একাধিক তারকা!

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in