IPL 2024: লক্ষ্য প্লে-অফ, ঘরের মাঠে KKR-কে হারাতে মরিয়া মুম্বই
ছবি - মুম্বই ইন্ডিয়ান্সের ফেসবুক পেজ

IPL 2024: লক্ষ্য প্লে-অফ, ঘরের মাঠে KKR-কে হারাতে মরিয়া মুম্বই

People's Reporter: চলতি আইপিএল-এ একদমই ছন্দে নেই পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। ১০ ম্যাচ খেলে ৩টি জিতে লিগ টেবিলের নবম স্থানে রয়েছে মুম্বই।
Published on

শুক্রবার ঘরের মাঠে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামছে মুম্বই ইন্ডিয়ান্স। প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স। প্লে অফের দৌড়ে টিকে থাকতে হলে এই ম্যাচ জেতা চাই হার্দিক পাণ্ডিয়ার। নয়তো প্লে অফের রাস্তা আরও কঠিন হয়ে পড়বে।

চলতি আইপিএল-এ একদমই ছন্দে নেই পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। ১০ ম্যাচ খেলে ৩টি জিতে লিগ টেবিলের নবম স্থানে রয়েছে মুম্বই। অন্যদিকে ৯ ম্যাচ খেলে ৬টি জিতে দ্বিতীয় স্থানে আছে কেকেআর। জানা যাচ্ছে শুক্রবার হাইভোল্টেজ ম্যাচে মাঠে উপস্থিত থাকতে পারেন শাহরুখ খান। এছাড়া একাধিক বলিউড স্টারও থাকতে পারেন।

আজকের ম্যাচে প্রথম একাদশে পরিবর্তন করতে পারে কেকেআর। এই ম্যাচে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে রাখা হতে পারে চেতন সাকারিয়াকে। মুম্বইয়ের বিরুদ্ধে তাঁকে খেলানো হতে পারে। পাশাপাশি হর্ষিত রানার জায়গা পূরণ করতে হবে বৈভব আরোরাকে। বলা যেতে পারে বাড়তি চাপ নিতে হবে তাঁকে। কারণ কে কে আরের মার্কি প্লেয়ার মিচেল স্টার্ক একটুও ছন্দে নেই।

উল্লেখ্য, চলতি আইপিএল-এ কেকেআর এগিয়ে থাকলেও মুম্বই বরাবরই তাদের কঠিন প্রতিপক্ষ। পরিসংখ্যান বলছে ২০০৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত মোট ৩২ বার মুখোমুখি হয়েছে দুটি দল। তার মধ্যে মুম্বই জিতেছে ২৩ বার এবং কলকাতা জিতেছে ৯ বার। ওয়াংখেড়েতে ১১ বার মুখোমুখি হয়েছে দুই দল। যার মধ্যে মুম্বই জিতেছে ১০ বার এবং কলকাতা জিতেছে মাত্র ১ বার।

IPL 2024: লক্ষ্য প্লে-অফ, ঘরের মাঠে KKR-কে হারাতে মরিয়া মুম্বই
ISL 2023-24: শনিবারের মেগা ফাইনালে থাকবেন রণবীর-আলিয়া সহ একাধিক তারকা!
IPL 2024: লক্ষ্য প্লে-অফ, ঘরের মাঠে KKR-কে হারাতে মরিয়া মুম্বই
T20 World Cup 2024: টি-২০ স্কোয়াড নিয়ে স্বজনপোষণ! বিস্ফোরক অভিযোগ বিশ্বকাপ জয়ী প্রাক্তন তারকার

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in