T20 World Cup 2024: টি-২০ স্কোয়াড নিয়ে স্বজনপোষণ! বিস্ফোরক অভিযোগ বিশ্বকাপ জয়ী প্রাক্তন তারকার

People's Reporter: শ্রীকান্ত বলেন, চলতি আইপিএল-এ শুবমন গিলকে ছন্দে দেখা যাচ্ছে না। তারপরেও তাঁকে রিজার্ভ প্লেয়ার হিসেবে রাখা হয়েছে।
BCCI
BCCIছবি - সংগৃহীত

গত ৩০ এপ্রিল টি-২০ বিশ্বকাপ উপলক্ষ্যে ভারতের ১৫ সদস্যের দল ঘোষণা হয়েছে। তারপর থেকেই বিতর্কের শুরু হয়েছে। নির্বাচকদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন প্রাক্তন ক্রিকেটার থেকে সমর্থকরাও। দল নির্বাচন নিয়ে সম্প্রতি স্বজনপোষণের অভিযোগ করলেন ৮৩-র বিশ্বকাপজয়ী ক্রিকেটার কৃষ্ণামাচারি শ্রীকান্ত।

শ্রীকান্ত বলেন, চলতি আইপিএল-এ শুবমন গিলকে ছন্দে দেখা যাচ্ছে না। তারপরেও তাঁকে রিজার্ভ প্লেয়ার হিসেবে রাখা হয়েছে। গুজরাট অধিনায়কের পরিবর্তে চেন্নাইয়ের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ের সুযোগ পাওয়া উচিত ছিল। কারণ রুতু ধারাবাহিক ভাবে ভালো খেলছে। কিন্তু আমার মনে হয় নির্বাচকদের গিলকে একটু বেশিই পছন্দ। তাই যে কোনো ফরম্যাটে ও ফর্মে না থাকলেও সুযোগ পেয়ে যায়। কার্যত স্বজনপোষণ করা হচ্ছে।

অন্যদিকে রিঙ্কু সিং-র প্রথম ১৫ সদস্যে না থাকাটাও অনেককে অবাক করেছে। যদিও রিঙ্কুকে রিজার্ভে রাখা হয়েছে। দেশের হয়ে প্রায় প্রতিটি টি-২০ ম্যাচে রান করেছিলেন রিঙ্কু। সম্ভবত আইপিএল-র বিচারে তাঁকে রিজার্ভে রাখা হয়েছে। প্রাক্তন ক্রিকেটার তথা জনপ্রিয় ধারাভাষ্যকার আকাশ চোপড়া বলেন, রিঙ্কুকে রিজার্ভে দেখে আমি অবাক হয়েছি। ওর মতো একজন ক্রিকেটারকে প্রথম ১৫-তে রাখা উচিত ছিল। তবে আইপিএল-এ কেকেআরের হয়ে অনেকটাই পরে ব্যাট করতে নামছে রিঙ্কু। যার জন্য বল কম খেলছে এবং রানও তেমন করতে পারছে না।

ভারতের টি-২০ স্কোয়াড -

রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্ত (উইকেট কিপার), সঞ্জু স্যামসন (উইকেট কিপার), হার্দিক পাণ্ডিয়া (সহ-অধিনায়ক), শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, আর্শদীপ সিং, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ। এছাড়া রিজার্ভে রাখা হয়েছে শুবমন গিল, রিঙ্কু সিং, খালিল আহমেদ এবং আবেশ খান।

BCCI
UEFA Champions League: ডর্টমুন্ডের কাছে হার পিএসজির, দ্বিতীয় লেগে আরও চাপে এমবাপ্পেরা!
BCCI
Hardik Pandya: হার্দিককে অতিরিক্ত গুরুত্ব দিচ্ছে বোর্ড! দাবি প্রাক্তন তারকার

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in