

আগামী শনিবার আইএসএল ফাইনাল যুবভারতীতে। মুখোমুখি হবে মোহনবাগান সুপার জায়ান্ট ও মুম্বই সিটি এফসি। মেগা ফাইনালে কোনো ভিভিআইপি টিকিট বিক্রি হবে না। কারণ ফাইনালে মাঠে হাজির থাকবেন রণবীর কাপুর, আলিয়া ভাট সহ একাধিক মুম্বইয়ের তারকা। থাকবেন এফএসডিএল চেয়ারপার্সন নীতা আম্বানিও।
ইতিমধ্যে আইএসএল জানাচ্ছে টিকিট সোল্ড আউট। টিকিটের দাম শুরু ১৫০ টাকা থেকে। এছাড়াও ২০০ ও ৩০০ টাকার টিকিটও আছে। যদি ভিআইপি প্রিমিয়াম গ্যালারিতে বসে আইএসএল ফাইনালের সাক্ষী হতে চান তা হলে আপনাকে টিকিট প্রতি ৫০০ টাকা ব্যয় করতে হবে।
শনিবার যুবভারতী হাউসফুল এটা বলাই যায়। এদিকে এই ফাইনাল জিতে ইতিহাস তৈরী করতে মরিয়া মোহনবাগান। এখনও অবধি এক মরসুমে লিগ শিল্ড আর আইএসএল কেউ একসঙ্গে জেতেনি। মুম্বইকে হারিয়ে এই যুবভারতীতেই লিগ শিল্ড জেতে বাগান।
মুম্বইয়ের কোচ পিটার ক্রাটকি বলেন, "ফাইনাল ম্যাচটা জমজমাট হবে গ্যালারিতে ষাট হাজার মানুষের সামনে। মোহনবাগান এসজি কত ভালো দল সেটা আমরা যেমন জানি, তেমন এটাও জানি যে, গত ম্যাচে আমরা কী কী ভুল করেছি। ফাইনালে আমরা আরও উন্নত ফুটবল খেলার চেষ্টা করবো এবং ওই ম্যাচে আমাদের একটু অন্যরকম চেহারায় দেখতে পাবেন। গত ম্যাচে ওখানে যে রকম খেলেছিলাম, তার চেয়ে এই ম্যাচে ভালো খেলার ক্ষমতা আছে আমাদের। এখন নিজেদের শারীরিক ভাবে তরতাজা করে তুলতে হবে ও শেষ ম্যাচের জন্য প্রস্তুত হতে হবে"।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন