IPL 2024: 'শুধু সময় নষ্ট...' - আইপিএল-এর নয়া নিয়মে অসন্তুষ্ট গাভাসকার!

People's Reporter: গাভাস্কর বলেন, আউটের সিদ্ধান্তের রিভিউ নেওয়া ঠিক আছে। তবে ওয়াইড বলের সিদ্ধান্তেরও যদি রিভিউ নেওয়া হয় তাহলে সময় নষ্ট ছাড়া আর কিছুই না।
সুনীল গাভাসকার
সুনীল গাভাসকারফাইল ছবি - সংগৃহীত

আইপিএলে ওয়াইড বলের রিভিউ নিয়ম নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করলেন সুনীল গাভাসকার। প্রাক্তন তারকার মতে ওয়াইডের রিভিউ নেওয়া মানে সময় নষ্ট করা।

চলতি আইপিএল-এ নতুন নিয়ম চালু হয়েছে, যেখানে বোলার বা ব্যাটার চাইলেই ওয়াইড বলের রিভিউ নিতে পারেন। ওই নিয়ম পছন্দ নয় গাভাসকারের। তিনি বলেন, আউটের সিদ্ধান্ত রিভিউ নেওয়া ঠিক আছে। তবে ওয়াইড বলের সিদ্ধান্তকেও যদি রিভিউ নেওয়া হয় তাহলে সময় নষ্ট ছাড়া আর কিছুই না। যেমন আপনার রান ধরুন ৩ বলে ৩০ বা ৪০ বাকি সেখানে একটি ওয়াইড বল আপনাকে ম্যাচ জেতাতে পারবে না। তাই বোলার বা ব্যাটারদের বুদ্ধি করেই রিভিউ নিতে হবে।

পাশাপাশি গাভাসকার বলেন, ওয়াইডের ১০টা সিদ্ধান্তের মধ্যে ৯টির ক্ষেত্রে আয়াম্পার সঠিক নির্ণয় করেন। আম্পায়ার যা বলবেন তাঁর সিদ্ধান্ত মেনে নেওয়া উচিত (ওয়াইড বলের ক্ষেত্রে)। টি-২০ ক্রিকেটের দ্রুতগতির ফরম্যাট। সেখানে এইধরণের রিভিউ নিয়ে সময় নষ্ট করা যায় না।

অন্যদিকে কোহলির ব্যাটিং দেখেও অসন্তোষ প্রকাশ করেছেন গাভাসকার। তিনি বলেন, কোহলি ৪৩ বলে ৫১ রান করেছেন। একটা সময় ১৮ বলে ৩২ রানে অপরাজিত ছিলেন কোহলি। সেখান থেকে ২৫ বলে মাত্র ১৯ রান করতে সক্ষম হয়েছেন। ঠিক যখন আরও দ্রুতগতিতে রান করার দরকার তখন আপনার স্ট্রাইকরেট ১১৮ হয়ে যাচ্ছে। আপনার মতো ক্রিকেটারের কাছ থেকে আপনার দল এটা আশা করে না।

কোহলির ব্যাটিং গাভাসকারকে হতাশ করলেও অবশেষে ১ মাস পর ম্যাচ জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। গত ২৫ মার্চ চলতি আইপিএলে প্রথম জয় পেয়েছিল আরসিবি। আবার গতকাল অর্থাৎ ২৫ এপ্রিল হায়দরাবাদকে হারিয়ে জয়ী হয় ব্যাঙ্গালোর।

সুনীল গাভাসকার
IPL 2024: আইপিএল-র ইতিহাসে লজ্জার রেকর্ড মোহিত শর্মার!
সুনীল গাভাসকার
IPL 2024: আইপিএলের রাতে কলকাতায় স্পেশাল ট্রেন পূর্ব রেলের

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in