

আইপিএল-র ইতিহাসে লজ্জার রেকর্ড গড়লেন গুজরাট টাইটান্সের বোলার মোহিত শর্মা। দিল্লির বিরুদ্ধে ৪ ওভারে ৭৩ রান দিলেন তিনি। যা কোনও বোলারের দেওয়া সর্বোচ্চ রান।
সর্বোচ্চ রান শুধু ব্যাটাররা নয় বোলাররাও করতে পারেন। তবে ব্যাটারের রান হয় তাঁর দলের জন্য ভালো আর বোলারের বেশি রান হলে তাঁর দল চাপে পড়ে যায়। বুধবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে এমনই নজির গড়েছেন মোহিত শর্মা। এতদিন আইপিএলে ৪ ওভার বল করে সর্বাধিক রান দিয়েছিলেন বাসিল থাম্পি (সানরাইজার্স হায়দরাবাদ)। ২০১৮ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে বল করেছিলেন তিনি। ৪ ওভার বল করে ৭০ রান দিয়েছিলেন এই বোলার। আর মোহিত দিলেন ৭৩ রান।
সর্বাধিক রান খরচের তালিকায় তৃতীয় স্থানে আছেন যশ দয়াল। ২০২৩ সালে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ৪ ওভারে ৬৯ রান দিয়েছিলেন। চতুর্থ স্থানে আছেন টোপলে বেঙ্গালুরুর বিরুদ্ধে ৬৮ রান দিয়েছিলেন তিনি।
গতকাল মোহিত শর্মার বোলিং-র জন্য ২২৪ রান করতে আরও সুবিধা হয় দিল্লি ক্যাপিটালসের। ৪৩ বলে ৮৮ রান করে অপরাজিত থাকেন দিল্লির অধিনায়ক ঋষভ পন্থ। জবাবে ব্যাট করতে নেমে ২২০ রানে শেষ হয় গুজরাটের ইনিংস। ২৩ বলে ৫৫ করা মিলার যদি আউট না হতো তাহলে খেলার ফলাফল গুজরাটের পক্ষেই থাকতো।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন